মৃত কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। —ফাইল চিত্র।
পঞ্জাবের কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়ার হত্যার দায় কার? ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই ইনস্টাগ্রামের একটি পোস্ট ঘিরে রহস্য ঘনাচ্ছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, গায়ক সিধু মুসেওয়ালার হত্যার ‘প্রতিশোধ’ নিতেই রানাকে খুন করা হয়েছে!
‘গোপী ঘ্যানশ্যাম গ্রুপ’ নামে একটি পেজ থেকে রানার হত্যার দায় স্বীকার করে পোস্ট করা হয়েছে। পঞ্জাবি ভাষায় ওই পোস্টে দাবি করা হয়, ২০২২ সালে মুসেওয়ালা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রানার উপর আক্রমণ করা হয়। তিনি (রানা) লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। দাবি, যে কবাডি প্রতিযোগিতায় হামলার ঘটনা ঘটে তার ‘স্পনসর’ জগ্গু গ্যাং। সেখানে অন্য খেলোয়াড়দের যোগ না-দেওয়ার জন্য সতর্কও করা হয়েছে।
সোমবার বিকেলে মোহালির সেক্টর ৮২-র একটি মাঠে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন রানা। একই সঙ্গে ওই প্রতিযোগিতায় যোগও দেন তিনি। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁর দলের কবাডি ম্যাচ চলছিল। তখনই গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকেই ওই প্রতিযোগিতা দেখতে মাঠে এসেছিলেন। ম্যাচ চলাকালীন আচমকাই গুলির শব্দ শোনা যায়। গুলি চলার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, গুলি লাগে রানার মাথা এবং মুখে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। কারা এই গুলিকাণ্ডের নেপথ্যে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামের ওই পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে।