Indian Currency

বাজারে আসছে ২০০০ টাকার নোট?

বাজারে নাকি খুব তাড়াতাড়ি আসছে দু’হাজার টাকার নোট। সোশ্যাল মিডিয়া তোলপাড় এই খবরে। খবরের সঙ্গে ইন্টারনেটে ভাইরাল নোটের ছবিও। কিন্তু এই খবর কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১২:১৪
Share:

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ছবি।

বাজারে নাকি খুব তাড়াতাড়ি আসছে দু’হাজার টাকার নোট। সোশ্যাল মিডিয়া তোলপাড় এই খবরে। খবরের সঙ্গে ইন্টারনেটে ভাইরাল নোটের ছবিও। কিন্তু এই খবর কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দু’হাজার টাকার নোটের যে সব ছবি ছড়িয়েছে, তা সাদা-গোলাপি রঙের। এই দু’হাজার টাকার ব্যাঙ্ক নোট আসলে নকল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, মহীশূরের টাঁকশালে নাকি ইতিমধ্যেই দু’হাজার টাকার নোট ছাপার কাজ শেষ হয়ে গিয়েছে। কেউ এক জন গোপনে মোবাইলে ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন।

এই মুহূ্র্তে সবচেয়ে বড় মূল্যের যে দু’টি নোট রয়েছে তা যথাক্রমে ৫০০ ও ১ হাজার টাকার। ২০১৪ থেকে ২০১৫ সালেও বাজারে যে নতুন নোট ছাড়া হয়েছে তার ৮৬ শতাংশ এই নোটই। আর তা ছাড়া যেখানে নানা ধরনের অপরাধ এড়াতে ‘ক্যাশলেশ ট্রানজাকশন’-এর কথা বলা হচ্ছে, সেখানে এমন খবর কতটা সত্যি, তা সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

ভারতীয় নোট এবং কয়েন দুইই আরবিআইয়ের নির্দেশ মেনে ছাপানো বা তৈরি হয়। মধ্যপ্রদেশের দেওয়াস ও মহারাষ্ট্রের নাসিকে দু’টি নোট ছাপানোর কারখানা রয়েছে। এ ছাড়া কয়েন তৈরি হয় মুম্বই, হায়দরাবাদ, কলকাতা ও নয়ডার ইউনিটগুলিতে। কিন্তু, তারা এই খবরের সত্যতা নিয়ে কিছু জানায়নি।

আরও পড়ুন: খড়পোড়া ধোঁয়াতেই দিল্লিতে ফের ছায়া বিপর্যয়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন