ISRO PSLV-C61 Launch Mission

নির্ভরযোগ্য পিএসএলভি সাত মিনিটও টেকেনি মহাকাশে! ব্যবহার স্থগিত করে দিল ইসরো, নিয়ে আসা হল অন্য রকেট

পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটি (স্যাটেলাইট) পাঠাতে চেয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গত রবিবার সেই অভিযান ব্যর্থ হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ০৮:২৯
Share:

২০১৭ সাল থেকে অধিকাংশ অভিযানেই পিএসএলভি রকেট ব্যবহার করে ইসরো। —ফাইল চিত্র।

নির্ভরযোগ্য পিএসএলভি রকেটের ব্যবহার আপাতত স্থগিত রেখেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জুন মাসের অভিযানে অন্য একটি রকেটকে বরাত দেওয়া হয়েছে। আগামী ১৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ব্যবহার করা হবে জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল বা জিএসএলভি এফ-১৬ রকেট। ইতিমধ্যে সেই মর্মে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে।

Advertisement

আগামী মাসে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথ ভাবে বিশ্বের সবচেয়ে দামি ‘আর্থ ইমেজিং স্যাটেলাইট’ উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। তার নাম ‘নিসার’ (নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপেরচার র‌্যাডার স্যাটেলাইট। নাসা এবং ইসরোর যৌথ প্রচেষ্টায় ১৫০ কোটি ডলার খরচ করে এই কৃত্রিম উপগ্রহটি বানানো হয়েছে। এর উৎক্ষেপণে পিএসএলভি ব্যবহার করা হচ্ছে না।

পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটি (স্যাটেলাইট) পাঠাতে চেয়েছিল ইসরো। গত রবিবার সেই অভিযান ব্যর্থ হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রকেটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। কেন সাত মিনিটও এই রকেট মহাকাশে টিকল না, কোথায় ভুল হয়েছিল, খুঁজতে একটি ‘জাতীয় ব্যর্থতা বিশ্লেষণ কমিটি’ গঠন করেছে ইসরো। আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি), আইআইএসসি (ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ সায়েন্স)-এর মতো প্রতিষ্ঠানের দক্ষ আধিকারিকদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসেই তারা রিপোর্ট জমা দেবে।

Advertisement

পিএসএলভি বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল ইসরোর অত্যন্ত নির্ভরযোগ্য মহাকাশযান। ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। ৯৪ শতাংশ ক্ষেত্রেই এই রকেটের উপর চোখ বুজে ভরসা করা যায়। এখনও পর্যন্ত এই রকেট ব্যবহার করে ৬৩টি অভিযান করেছে ইসরো। তার মধ্যে ব্যর্থ হয়েছে মাত্র চারটি অভিযান। এমন নির্ভরযোগ্য রকেটেও কেন ত্রুটি ধরা পড়ল, ভবিষ্যতের অভিযানগুলিতে পিএসএলভি ব্যবহার করা নিরাপদ কি না, তা নিয়ে চিন্তিত মহাকাশ গবেষকেরা। সেই কারণেই নতুন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রকেট এবং নির্দিষ্ট ওই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিতে পারে।

গত রবিবারের ব্যর্থতার পর থেকেই পিএসএলভি-র ব্যবহার স্থগিত রেখেছে ইসরো। অন্যান্য রকেটের সঙ্গে পিএসএলভি-র পার্থক্য হল, এটি তৃতীয় স্তরে একটি কঠিন জ্বালানি মোটর ব্যবহার করে। অন্য রকেটে এই বিশেষত্ব নেই। রবিবারের অভিযান ব্যর্থ হয়েছিল সেই তৃতীয় স্তরেই। ফলে ‘ব্যর্থতা বিশ্লেষণ কমিটি’-র রিপোর্ট দেখে পিএসএলভি-র ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ইসরো কর্তৃপক্ষ।

ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১,৬৯৬ কেজি। মহাকাশে ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরটিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে অভিযোগ। এই অভিযানের সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ইসরোর তরফে। এটি ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ১০১ তম মিশন, যা ব্যর্থ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement