সেনা-জঙ্গি গুলিযুদ্ধে নিহত হলেন এক জওয়ান। প্রাণ গিয়েছে এক হিজবুল মুজাহিদিন জঙ্গিরও। বুধবার জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার রাফিয়াবাদ এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম রিয়াজ আহমেদ। বাড়ি সোপোর এলাকায়। এ দিন সকাল সাতটা নাগাদ নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায় রাফিয়াবাদে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। এই সময় গুলি চালায় জঙ্গিরা।