Jharkhand

Jharkhand: সোমবারের আগে হেমন্ত সোরেনকে নিয়ে সিদ্ধান্ত জানানোর সম্ভাবনা কম রাজ্যপালের, বলছে সূত্র

সূত্রের খবর, সোমবারের আগে হেমন্ত সোরেনকে নিয়ে রাজ্যপালের নিজের সিদ্ধান্ত জানানোর সম্ভাবনা কম। যদিও বিজেপি হেমন্তের পদত্যাগের দাবি তুলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২২:৪৪
Share:

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ফাইল ছবি।

সোমবারের আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়কপদ খারিজের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর সম্ভাবনা কম। এমনই দাবি সূত্রের। রাজ্যপাল এ বিষয়ে হেমন্ত সোরেনকে অযোগ্য আখ্যা দিয়ে চিঠি পাঠাবেন নির্বাচন কমিশনে। নির্বাচনী নীতি লঙ্ঘনের জেরে সোরেনের বিধায়কপদ খারিজ করার কথা জানিয়ে ইতিমধ্যেই কমিশন চিঠি পাঠিয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে।

Advertisement

মুখ্যমন্ত্রী নির্বাচনী নিয়মবিধি লঙ্ঘন করেছেন। এই মর্মে ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে বিরোধী দল বিজেপি অভিযোগ জানায়। রাজ্যপাল তা পাঠিয়ে দেন নির্বাচন কমিশনের কাছে। সংবিধানের ১৯২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এক জন বিধায়ককে অযোগ্য ঘোষিত করার ক্ষেত্রে, প্রশ্নটি প্রথম যাবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের কাছে। তিনি আবার এ বিষয়ে নির্বাচন কমিশনের মতামত গ্রহণ করবেন এবং কমিশনের মতকে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সূত্রের খবর, সেই সিদ্ধান্ত সোমবারের আগে রাজ্যপাল জানাবেন না। এই পরিস্থিতিতে বিজেপির দাবি, নৈতিকতার খাতিরেই ইস্তফা দেওয়া উচিত সোরেনের। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে সোরেনের দল জেএমএম। শনিবারই খুঁটী জেলার লতরাতুতে খোশমেজাজে নৌবিহার করতে দেখা গিয়েছে সোরেন এবং সরকারি পক্ষের বিধায়কদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন