Supreme Court Justice Angry

কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব বিচারপতি

অনেকের মতে, বিচার বিভাগের সবচেয়ে বড় বিপদ বিচার বিভাগের অভ্যন্তর থেকেই তৈরি হচ্ছে।

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৫২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিচারপতি নিয়োগ ও বদলির কলেজিয়াম পদ্ধতিতে সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। সম্প্রতি মধ্যপ্রদেশ হাই কোর্ট থেকে বিচারপতি অতুল শ্রীধরনকে ইলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি বি আর গাভাই জানান, কেন্দ্রের অনুরোধেই এই বদলি করা হয়েছে।

আজ এক বক্তৃতায় বিচারপতি ভুঁইয়া সরাসরি এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, “সরকারের পক্ষে অস্বস্তিকর নির্দেশ দেওয়ায় এক হাই কোর্ট থেকে অন্য হাই কোর্টে বিচারপতিদের কেন বদলি করা হবে? কিসের ভিত্তিতে এমন বদলি করা হয়েছে? তাঁর মতে, এমন সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার মূলে আঘাত করে। তাঁর কথায়, ‘‘এতে কলেজিয়াম পদ্ধতির সততা নিয়ে প্রশ্ন ওঠে না কি?’’ বিচারপতি ভুঁইয়ার মতে, পরিস্থিতি খুবই কঠিন। বিচার বিভাগ জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন খারিজ করেছে। ফলে বিচারপতিদের এখন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আরও বেশি সক্রিয় হতে হবে। কলেজিয়ামের সদস্যদের নিশ্চিত করতে হবে যাতে বাইরের কোনও চাপ ওই পদ্ধতিতে প্রভাব না ফেলতে পারে। অনেকের মতে, বিচার বিভাগের সবচেয়ে বড় বিপদ বিচার বিভাগের অভ্যন্তর থেকেই তৈরি হচ্ছে। বিচারপতি ভুঁইয়ার জবাব, ‘‘কলেজিয়ামের প্রস্তাবেই বলা হচ্ছে যে, সরকারের অনুরোধে বদলি করা হয়েছে। কিন্তু হাই কোর্টের বিচারপতির বদলিতে সরকারের কোনও ভূমিকাই থাকতে পারে না।’’ সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন