Fake Notes Seized In Karnataka

‘রিজার্ভ’ নয়, ‘রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’! যন্ত্র এনে বিপুল টাকা গুনতে গিয়ে ‘বোকা’ হল পুলিশ!

গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু টাকা গুনতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের। তাঁরা দেখেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ নয়, টাকায় লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৬:১১
Share:

‘রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ লেখা টাকা উদ্ধার কর্নাটকে। ছবি: সংগৃহীত।

একটি ভাড়াঘরে বিপুল অঙ্কের টাকা রয়েছে। এবং সবটাই হিসাব-বহির্ভূত। গোপন সূত্রে এমন খবর পেয়ে কর্নাটকের উত্তর কন্নড় জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানকারীরা দেখলেন, যা শুনেছিলেন, ঠিক। ঘর জুড়ে অগুনতি ৫০০ টাকার নোট! সঙ্গে সঙ্গে টাকা গোনার মেশিন আনার তোড়জোড় শুরু হয়। কিন্তু একের পর এক নোট উল্টেপাল্টে দেখতে গিয়ে বোকা বনে গেল পুলিশ। কারণ, গান্ধীজির ছবি থাকা ওই সমস্ত টাকার এক পিঠে লেখা, ‘রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’!

Advertisement

পুলিশ গিয়েছিল হিসাব-বহির্ভূত নগদ টাকা উদ্ধার করতে। কিন্তু তারা উদ্ধার করল নকল নোট। কর্নাটক পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু টাকা গুনতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের। তাঁরা দেখেন, টাকায় ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ নয়, লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।’ নোটে কোনও সিরিয়াল নম্বর নেই। ৫০০ টাকার সেই নোটগুলির উল্টো পিঠে লেখা রয়েছে, সিনেমার শুটিংয়ে ব্যবহারের জন্য!

শেষ পর্যন্ত ওই নকল টাকা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে পুলিশ। কোথা থেকে ওই নকল টাকা পেয়েছেন জানতে ওই বাড়ির ভাড়াটেকে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এর সঙ্গে জালনোট চক্রের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement