আপাতত গ্রেফতারি নয় চিদম্বরমদের

ফের কিছুটা স্বস্তি পি চিদম্বরমের। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আজ দিল্লির বিশেষ আদালতের নির্দেশ, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম ও তাঁর পুত্র কার্তিকে গ্রেফতার করা যাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:১৯
Share:

পি চিদম্বরম ও কার্তি চিদম্বরম। ফাইল চিত্র

ফের কিছুটা স্বস্তি পি চিদম্বরমের। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আজ দিল্লির বিশেষ আদালতের নির্দেশ, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম ও তাঁর পুত্র কার্তিকে গ্রেফতার করা যাবে না।
আদালতের সামনে সিবিআই ও ইডি অবশ্য দাবি করেছে, অভিযুক্ত বাবা-ছেলে তদন্তে সহযোগিতা করছেন না। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চিদম্বরমের দাবি, তদন্তকারী সংস্থা ভিত্তিহীন অভিযোগ এনেছে। আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি এ দিন সিবিআই ও ইডির করা মামলাগুলিতে চিদম্বরম ও কার্তির হয়ে সওয়াল করেন। গ্রেফতারি থেকে তাঁদের সুরক্ষার আর্জি জানান। বিশেষ আদালতের বিচারক ও পি সাইনি তদন্তকারীদের আর্জিতে সাড়া না দিয়েই বাবা-ছেলেকে গ্রেফতার না করার সময়সীমা বাড়িয়ে দিয়েছেন।
এয়ারসেল-ম্যাক্সিস কাণ্ডে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিচার চালানোর জন্য কেন্দ্রের অনুমতি নিতে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সিবিআইকে সময় দিয়েছে কোর্ট। এই মামলায় ১৮ জন অভিযুক্তের মধ্যে চিদম্বরম এবং পাঁচ জন সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা চালাতে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। চিদম্বরমের ক্ষেত্রে অনুমতি মিলেছে। ইডি আজ নতুন কিছু তথ্যও হাজির করতে চেয়েছে। বিষয়টি ১১ জানুয়ারিতে শুনবে কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement