Rahul Gandhi

Congress: রাহুল তো আর নওয়াজ শরিফের বাড়িতে যাননি! মোদীর প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা কংগ্রেসের

২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে হঠাৎই তাঁর লাহৌরের বাড়িতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৬:৩০
Share:

কাঠমান্ডুতে রাহুল এবং লাহৌরে শরিফের সঙ্গে মোদী। ছবি: সংগৃহীত।

কাঠমান্ডুর হোটেলে রাহুল গাঁধীর ভিডিয়ো নিয়ে বিজেপির খোঁচার জবাব দিল কংগ্রেস। এআইসিসির মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা মঙ্গলবার বলেন, ‘‘বন্ধুত্বপূর্ণ দেশে বন্ধুর বিয়েতে যাওয়া কোনও অপরাধ নয়। রাহুল গাঁধী তো আর পাকিস্তানে নওয়াজ শরিফের বাড়ির অনুষ্ঠানে যাননি।’’

২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে হঠাৎই তাঁর লাহৌরের বাড়িতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নওয়াজের বাসভবন রাইওয়ান্দ প্যালেসে মোদীর ওই ‘ব্যক্তিগত সফর’ নিয়ে প্রশ্ন উঠেছিল ঘরোরা রাজনীতিতে। ২০১৪-য় প্রধানমন্ত্রী পদে মোদীর শপথের সময় নওয়াজের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করা নিয়েও প্রশ্ন উঠেছিল।

Advertisement

মঙ্গলবার নেপালের রাজধানীর একটি হোটেলের নাইট ক্লাবে এক বন্ধুর বিয়েতে রাহুলের উপস্থিতি নিয়ে বিজেপি-র খোঁচার জবাবে এ বার সেই ঘটনাকেই হাতিয়ার করল কংগ্রেস। মঙ্গলবার রণদীপের মন্তব্য, ‘‘রাহুল পাকিস্তানে গিয়ে শরিফের সঙ্গে কেক কাটেননি।’’

প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় সেই রাহুলের সেই ভিডিয়ো টুইট করে লেখেন, ‘গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন রাহুল গাঁধী ছিলেন নাইটক্লাবে। যখন তাঁর দলে একের পর এক বিস্ফোরণ ঘটছে, আবারও তাঁকে দেখা গেল নাইটক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিক।’ কংগ্রেস সূত্রের খবর, সোমবার রাহুল তাঁর বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান ছিল কাঠমান্ডুর ওই হোটেলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন