Toilet in Petrol Pump

পেট্রল পাম্পের শৌচালয় সকলের ব্যবহারের জন্য নয়! কাদের জন্য এই সুবিধা? জানাল কেরল হাই কোর্ট

কেরল সরকার এবং তিরুবনন্তপুরম পুরসভার বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন পেট্রল পাম্পের মালিকেরা। ওই মামলায় হাই কোর্ট জানিয়ে দিয়েছে, পেট্রল পাম্পের শৌচালয় সাধারণের ব্যবহারের জন্য নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৩:১৯
Share:

পেট্রল পাম্পের শৌচালয় সাধারণের ব্যবহারের জন্য নয়, জানাল আদালত। —প্রতীকী চিত্র।

পেট্রল পাম্পের শৌচালয় সর্বসাধারণের ব্যবহারের জন্য নয়! সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে কেরল হাই কোর্ট। আদালত জানিয়েছে, পেট্রল পাম্পের মালিকেরা ওই শৌচালয়গুলি নিজ উদ্যোগেই রক্ষণাবেক্ষণ করেন। কেরল সরকার এবং তিরুবনন্তপুরম পুরসভাকে আদালত জানিয়ে দিয়েছে, ওই শৌচালয়গুলি সকলকে ব্যবহার করতে দেওয়ার জন্য পেট্রল পাম্পের কর্তৃপক্ষকে জোরাজুরি করা যাবে না।

Advertisement

কেরল হাই কোর্টের বিচারপতি সিএস ডায়াসের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। পেট্রল পাম্পের ওই শৌচালয়গুলি কাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, তা-ও স্পষ্ট করে দিয়েছে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই শৌচালয়গুলি ক্রেতাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন পেট্রল পাম্পের মালিকেরা, সাধারণের ব্যবহারের জন্য নয়।

পেট্রল পাম্পের শৌচালয়গুলি যাতে সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হয়, তা নিয়ে স্থানীয় প্রশাসন পেট্রল পাম্পের মালিকদের চাপ দিচ্ছিল বলে অভিযোগ। ওই শৌচালয়গুলিকে সাধারণের ব্যবহারের শৌচালয় হিসাব চিহ্নিত করা হয়েছিল বলে অভিযোগ মামলাকারীদের। সরকারি ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন পেট্রল পাম্পের মালিকেরা। মামলায় হাই কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিয়েছে, ওই শৌচালয়গুলি সর্বসাধারণকে ব্যবহার করতে দেওয়ার জন্য পেট্রল পাম্প কর্তৃপক্ষকে জোর করতে পারবে না কেরল সরকার বা স্থানীয় প্রশাসন।

Advertisement

কেরলের ৩০০ টিরও বেশি পেট্রল পাম্পের মালিকপক্ষ একযোগে হাই কোর্টে অভিযোগ জানিয়েছিল। তাঁদের বক্তব্য, পেট্রল পাম্পের শৌচালয়গুলিকে ইচ্ছামতো পোস্টার সাঁটিয়ে দিচ্ছে প্রশাসন। এই পোস্টারগুলির ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি পেট্রল পাম্প মালিকদের। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা করেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement