কার্ডে তাঁদের নাম ছাপা হয়নি। তাই বিহার দিবসের অনুষ্ঠানই ‘বয়কট’ করলেন লালুপ্রসাদের দুই ছেলে, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী এবং স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ। ঘটনায় ক্ষুব্ধ আরজেডি নেতৃত্ব। গত কয়েক মাস ধরেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আরজেডি নেতৃত্বকে এক ঘরে করে রাখা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ। তেজস্বীর বক্তব্য, ‘‘এ নিয়ে আমার কিছু বলার নেই।’’ তবে দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, ‘‘গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত। যে অফিসারের কার্ড ছাপার দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’’ জেডিইউ সাধারণ সম্পাদক শ্যাম রজকের সাফাই, ‘ঘটনাটি আয়োজকদের ভুলে হয়েছে। এর জবাব আযোজকরাই দেবেন।’’
উল্লেখ্য, গত কাল বিকেলে গাঁধী ময়দানে ১০৫ তম বিহার দিবসের অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের শিক্ষা দফতর। অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শিক্ষা মন্ত্রী অশোক চৌধুরীর নাম থাকলেও তেজস্বী-তেজপ্রতাপের নাম ছিল না। যদিও মঞ্চে চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দু’জন অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দেন।