Ranya Rao Gold Smuggling Case

ইউটিউব দেখে পাচারের কৌশল শেখেন! শরীরের মধ্যে কী ভাবে সোনা লুকিয়েছিলেন, জানালেন রান্যা

বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন রান্যা। সেখানেই গোয়েন্দারা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। অভিনেত্রীর দাবি, প্রথম বার তিনি সোনা পাচার করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১০:২৭
Share:

অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

সোনা পাচার মামলায় আবার বয়ান বদলালেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গ্রেফতারির নথি অনুযায়ী, তিনি দাবি করেছিলেন, অতীতেও দু’বার একই ভাবে দুবাই থেকে সোনা এনেছিলেন। কিন্তু এ বার অভিনেত্রী গোয়েন্দাদের জানান, ৩ মার্চই প্রথম বার সোনা পাচার করার চেষ্টা করেন। শুধু তা-ই নয়, সোনা পাচারের কৌশল তিনি কী ভাবে শিখেছেন, তা-ও গোয়েন্দাদের জানিয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেফতার হন রান্যা। তাঁর গ্রেফতারির পর থেকেই উঠছে নানা প্রশ্ন! এই সোনা পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, তাঁদের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ কী ভাবে? যদিও এখনও পর্যন্ত ওই মামলার সঙ্গে যুক্ত থকার অভিযোগে আর কাউকে গ্রেফতার করা হয়নি।

বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন রান্যা। সেখানেই গোয়েন্দারা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রের খবর, তদন্তকারীদের অভিনেত্রী বলেন, ‘‘গত ১ মার্চ আমি একটি বিদেশি নম্বর থেকে ফোন পাই। সপ্তাহ দুই ধরে অজানা নম্বর থেকে ফোন আসছিল। আমাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল।’’ তাঁর কথায়, ‘‘এই প্রথম বার আমি দুবাই থেকে সোনা পাচার করেছিলাম’’

Advertisement

কী ভাবে সোনা পাচার করবেন, তা শিখেছেন ইউটিউবের ভিডিয়ো দেখে, গোয়েন্দাদের কাছে এমনই দাবি করেছেন রান্যা। তাঁর কথায়, ‘‘সোনার বারগুলি দু’টি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। সেই সোনা নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নিই। এমনকি জুতোর মধ্যেও সোনার বার লুকিয়ে ফেলি।’’

কে ফোন করে সোনা পাচারের নির্দেশ দিয়েছিলেন, তা জানেন না বলেই পুলিশকে জানিয়েছেন রান্যা। তাঁর দাবি, ‘‘আমি পুরোপুরি নিশ্চিত নই কে আমাকে ফোন করেছিলেন।’’ যিনি বিমানবন্দরে সোনা দিয়ে গিয়েছিলেন তাঁকে, তাঁর উচ্চতা ছ’ফুটের কাছাকাছি। অতীতে তাঁকে কোনও দিন দেখেননি বলেই দাবি রান্যার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement