প্রতিনিধিত্বমূলক ছবি।
তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে বাঘের আতঙ্ক! বাড়ি থেকে চার বছরের শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল থেকে শিশুটির আধখাওয়া দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ভালপারাইয়ে বাড়ির বাইরে খেলছিল রোশনি। সেই সময় সকলের অলক্ষ্যে তাকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। রোশনিকে বাড়ির বাইরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। চিতাবাঘের পায়ের ছাপও লক্ষ করেন স্থানীয়েরা। তার পরই পুলিশকে খবর দেন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরকেও।
বুধবার থেকেই শিশুটির খোঁজ চালাচ্ছিলেন পুলিশ এবং বন দফতরের আধিকারিকেরা। সার্চলাইট, ড্রোন এবং স্নিফার ডগ এনে পাহাড়ি রাস্তা এবং জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছিল। শিশুটির বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে পাঁচমালাইয়ে আধখাওয়া দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে। স্থানীয় প্রশাসন এবং বন দফতর থেকে লোকজনকে সতর্ক করা হয়েছে। চিতাবাঘটির খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।