National News

এ বার ‘লকি র‌্যানসমওয়্যার’-এর হানা, কেন্দ্রের সতর্কবার্তা

সার্ট জানিয়েছে, যদি মেলের সাবজেক্টে ‘প্লিজ প্রিন্ট’, ‘ডক্যুমেন্টস’, ‘ফোটো’, ‘ইমেজেস’, ‘স্ক্যানস’, এবং ‘পিকচার্স’— এই জাতীয় কোনও শব্দ থাকে তা হলে সেই মেল না খোলাই ভাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫৯
Share:

প্রতীকী ছবি।

ওয়ানাক্রাই, পেটিয়া-র পর এ বার লকি-র আতঙ্ক সাইবার জগতে।

Advertisement

ওয়ানাক্রাই, পেটিয়া-র মতোই লকি একটি র‌্যানসমওয়্যার। কেন্দ্রীয় সরকার লকি নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সার্ট) জানাচ্ছে, কোনও সন্দেহজনক মেল এলে সেটাতে যেন ক্লিক না করা হয়। এ বিষয়ে সমস্ত ভারতের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকেও সাবধান করেছে সার্ট।

লকি র‌্যানসমওয়্যার কী?

Advertisement

লকি হল এমন এক ধরনের কম্পিউটার ভাইরাস যার মাধ্যমে হ্যাকাররা ব্যক্তি বা সংস্থার কম্পিউটার সিস্টেমের সমস্ত ফাইল হ্যাক করে সেটা লক করে দেয়। ফাইল আনলক-এর জন্য মোটা রকমের ‘মুক্তিপণ’ চাওয়া হয়। এটি খুব পরিচিত একটি র‌্যানসমওয়্যার। পেটিয়া এবং ওয়ানাক্রাই-এর আগেও বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছিল। ২০১৬-র শুরুতেই লকি-র হানার খবর প্রকাশ্যে আসে। তবে সে সময় বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি, যেমনটা পরবর্তীকালে পেটিয়া এবং ওয়ানাক্রাই করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: র‌্যানসমওয়্যার নয়, পেটিয়া আরও বিপজ্জনক ‘ওয়াইপার’


সার্ট কী পরামর্শ দিচ্ছে?

সার্ট জানিয়েছে, যদি মেলের সাবজেক্টে ‘প্লিজ প্রিন্ট’, ‘ডক্যুমেন্টস’, ‘ফোটো’, ‘ইমেজেস’, ‘স্ক্যানস’, এবং ‘পিকচার্স’— এই জাতীয় কোনও শব্দ থাকে তা হলে সেই মেল না খোলাই ভাল। পাশাপাশি, সংস্থাটি আরও জানিয়েছে, শুধু ওই শব্দগুলোই নয়, হ্যাকাররা অন্য ভাবেও হানা চালাতে পারে আপনার সিস্টেমে। তাই সার্ট-এর পরামর্শ কোনও রকম সন্দেহজনক মেল দেখলেই সেটাকে এড়িয়ে যাওয়া দরকার। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ফাইলের প্রতি দিন ব্যাক আপ নিয়ে রাখা উচিত।

আরও পড়ুন: ডোভালে দশ গোল খেয়ে জয়শঙ্করে ড্র

আরও পড়ুন: ধৃত সেই কাফিল খান

সিম্যানটেক, ম্যালওয়্যার এবং কমোডো-র মতো সাইবার নিরাপত্তা সংস্থাগুলি গত মাসেই লকি-র ফের মাথাচাড়া দেওয়ার কথা জানিয়েছিল।

গত জুনে ইউরোপ-আমেরিকা-এশিয়া-অস্ট্রেলিয়ায় সাইবার মানচিত্রে বড়সড় আঘাত হানে পেটিয়া। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেন। দেশে দেশে বেশ কিছু বহুজাতিক সংস্থা, ওষুধ-নির্মাতা এমনকী, আমেরিকার কয়েকটি হাসপাতালের কম্পিউটার এতে আক্রান্ত হয়। পার পায়নি ভারতও। গত মে মাসে বিশ্বের শতাধিক দেশে হামলা চালায় মারাত্মক কম্পিউটার ভাইরাস ‘ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন