Lok Sabha Election 2019

অমিতের সম্পত্তি ৭ বছরে ৩ গুণ, স্ত্রীর ৫ বছরে ১৬ গুণ

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। সাত দফার মধ্যে প্রথম দফার নির্বাচন ১১ এপ্রিল। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনে সম্পত্তি আয়ের হলফনামা দাখিল করছেন প্রার্থীরা

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৬:০৫
Share:
০১ ১২

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। সাত দফার মধ্যে প্রথম দফার নির্বাচন ১১ এপ্রিল। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনে সম্পত্তি আয়ের হলফনামা দাখিল করছেন প্রার্থীরা। শনিবার হলফনামা দাখিল করলেন অমিত শাহ। দেখে নেওয়া যাক, তাঁর সম্পত্তির পরিমাণ।

০২ ১২

অমিত শাহের নামে ফৌজদারি মামলা রয়েছে চারটি। পশ্চিমবঙ্গে দু’টি, বিহারে দু’টি। তবে কোনওটিতেই দোষী সাব্যস্ত নন অমিত।

Advertisement
০৩ ১২

অমিত পড়াশোনা করেছেন বি কম দ্বিতীয় বর্ষ পর্যন্ত।

০৪ ১২

গাঁধীনগর (গুজরাত) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত। মোট সম্পত্তি স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩৮ কোটি ৮১ লক্ষ টাকার।

০৫ ১২

নির্বাচন কমিশনে শাহের দেওয়া হিসাব অনুযায়ী, তাঁর নিজের হাতে নগদ রয়েছে ২০ হাজার ৬৩৩ টাকা।

০৬ ১২

হলফনামা বলছে, শাহের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৭২ হাজার ৫৭৮ টাকা।

০৭ ১২

অমিত শাহের ব্যাঙ্কে জমা রয়েছে ২৭ লক্ষ ৮০ হাজার টাকা। তাঁর স্থায়ী আমানতের পরিমাণ ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

০৮ ১২

শাহের সস্ত্রীক বার্ষিক আয় (আয়কর রিটার্ন অনুযায়ী) ২ কোটি ৮৪ লক্ষ টাকা।

০৯ ১২

আয়ের উৎস হিসেবে অমিত দেখিয়েছেন, রাজ্যসভা সাংসদের বেতন, ভাড়া দেওয়া সম্পত্তি ও কৃষি।

১০ ১২

ব্যক্তিগত কোনও গাড়ি নেই শাহের, এমনটাই বলা হয়েছে হলফনামায়।

১১ ১২

২০১২ সালে অমিত শাহের ছিল ১১ কোটি ৭৯ লক্ষ।  গত সাত বছরে সম্পত্তি বেড়েছে তিন গুণেরও বেশি।

১২ ১২

স্ত্রী সোনল শাহের সম্পত্তি গত পাঁচ বছরে ১৪ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৩ কোটি টাকা। অর্থাৎ ১৬ গুণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement