কালো পতাকা রবিশঙ্করকে

রাজ্যসভার সাংসদ আর কে সিনহা। টিকিট পাবেন ধরে নিয়ে পটনা সাহিব এলাকায় প্রচারে বিস্তর খরচও করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৪:৪৬
Share:

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। -ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে কালো পতাকা দেখালেন দলেরই কর্মী-সমর্থকেরা। ফলে পটনা বিমানবন্দর রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির দুই গোষ্ঠীর মারপিটে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ এবং সিআইএসএফ জওয়ান আসে। দু’পক্ষের লড়াইয়ে তাঁরা কার্যত হতভম্ব হয়ে যান। পুলিশ এই ঘটনায় জড়িত এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সঞ্জীব কুমার। বাড়ি আরা শহরে। বিজেপি মুখপাত্ররা এই গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে নীরব। দিন কয়েক আগেই পটনা সাহিবের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। কিন্তু পটনা সাহিবে আরও এক দাবিদার ছিলেন। রাজ্যসভার সাংসদ আর কে সিনহা। টিকিট পাবেন ধরে নিয়ে পটনা সাহিব এলাকায় প্রচারে বিস্তর খরচও করেন তিনি। কিন্তু রাজ্য নেতৃত্ব রবিশঙ্করকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। দিল্লি রাজ্যের সিদ্ধান্ত মেনে নেয়। এতেই ক্ষুব্ধ আর কে সিনহা। ঘনিষ্ঠ মহলে সেই ক্ষোভের কথা জানান তিনি। বিজেপির দুর্গ হিসেবে পরিচিত পটনা সাহিব কেন্দ্র। সেখানে টিকিট পেলে জয় নিশ্চিত বলেই দলের নেতারা মনে করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement