মোদীকে নিশানা সনিয়া-কন্যার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো তুলোধোনা করেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, ‘‘আপনি যদি জাতীয়তাবাদী হন,তা হলে প্রতিশ্রুতিগুলি পূরণ করলেন না কেন?’’

Advertisement

সংবাদ সংস্থা

গাজিয়াবাদ শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৪:২৯
Share:

হাসিমুখে: গাজ়িয়াবাদে প্রচারে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। শুক্রবার। পিটিআই

জনস্রোতে যেন ভাসতে ভাসতে চলেছে সাদা গাড়িটি। তাতে দাঁড়িয়ে অক্লান্ত ভাবে হাত নেড়ে চলেছেন তিনি। সেই হাত নাড়া দেখে উদ্ভেল কংগ্রেসের কর্মী-সমর্থকেদের পাশাপাশি, রাস্তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষও। ভিড় থেকে উড়ে আসছে ফুলের পাপড়ি, ফুলের তোড়া—সেই তোড়া লুফে নিয়ে আবার জনস্রোতের দিকেই ছুড়ে দিচ্ছেন বেগুনি সুতির শাড়ি পরিহিত মধ্য চল্লিশের এক মহিলা। এ ভাবেই কংগ্রেস কর্মীদের তুমুল উৎসাহ-উদ্দীপনায় আজ উত্তরপ্রদেশের গাজি়য়াবাদে প্রায় দু’কিলোমিটার রোড শো করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গাজ়িয়াবাদে কংগ্রেস প্রার্থী করেছে ডলি শর্মাকে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। গত বছর তাঁর কাছে কংগ্রেসের রাজ বব্বর হেরেছেন প্রায় পাঁচ লক্ষ ভোটে। কিন্তু আজ প্রিয়ঙ্কার রোড শোয়ে বহর এবং উদ্দীপনা দেখলে তা বোঝা দায়। দলীয় প্রার্থী ডলিকে নিয়ে প্রিয়ঙ্কা রোড শোয়ে কর্মী-সমর্থকদের আবদার মিটিয়েছেন হাসিমুখে— কখনও তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন, কখনও আবার সেলফি তুলেছেন তিনি। প্রিয়ঙ্কার রোড শোয়ের পর রীতিমতো উজ্জীবিত কংগ্রেসের নেতাকর্মীরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো তুলোধোনা করেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, ‘‘আপনি যদি জাতীয়তাবাদী হন,তা হলে প্রতিশ্রুতিগুলি পূরণ করলেন না কেন?’’

Advertisement

প্রিয়ঙ্কার অভিযোগ, নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর গ্রামের মানুষদের উপেক্ষাই করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেত্রীর কথায়, ‘‘বারাণসীর গ্রামে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলতে আসেন? গ্রামবাসীরা জানিয়েছেন, উনি আসেন বক্তৃতা করেন, চলে যান।’’ সনিয়া-কন্যার প্রশ্ন, ‘‘আপনি বলেন নেহরুজি এই করেছেন, ইন্দিরাজি ওই করেছেন। আমি জানতে চাই, পাঁচ বছর আপনি কী করেছেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন