Vote Talk

৫ বছরে ৫০০০ কোটি, রেকর্ড গড়েছে মোদীর প্রচার খরচ

আজ যখন কাজের হিসেব দেওয়ার পালা, তখন প্রশ্ন উঠছে কতটা স্বচ্ছ হল ভারত, কজন বেটিকেই বা বাঁচাতে পারলেন প্রধানমন্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৪
Share:

যেভাবে অনেক রেকর্ড ভেঙে ২০১৪ সালের ভোটে জিতেছিলেন, একইভাবে প্রধানমন্ত্রিত্বের পাঁচ বছরে প্রচার খাতে খরত বাবদ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। কোথাও অর্ধেক হয়ে পড়ে আছে প্রকল্প, কোথাও বরাদ্দের এক পয়সাও খরচ হয়নি। তবে প্রচার আর বিজ্ঞাপনে চলেছে রমরম করে। তাই আজ যখন কাজের হিসেব দেওয়ার পালা, তখন প্রশ্ন উঠছে কতটা স্বচ্ছ হল ভারত, কজন বেটিকেই বা বাঁচাতে পারলেন প্রধানমন্ত্রী। আজকের ভোট Talk-এ এমনই নানা প্রশ্নের উত্তরের খোঁজে আনন্দবাজার ডিজিটালের সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement