‘চৌকিদার’ রাহুলের, মোদীর অস্ত্র ‘অন্যায়’ 

শুক্রবারই তামিলাড়ুতে সভা করেছেন রাহুল। পর দিন সেখানে কংগ্রেসকে বিঁধে মোদী বলেন, ‘‘কংগ্রেসের সব চেয়ে ভাল বন্ধু অসৎ আচরণ। তবে কখনও কখনও ভুলবশত তারা সত্যি বলে ফেলে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০৩:৪৩
Share:

—ফাইল চিত্র।

ফের চৌকিদার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পাল্টা কংগ্রেসের শাসনকালের যাবতীয় ‘অন্যায়’ নিয়ে সরব হলেন মোদী। তুলে আনলেন ১৯৮৪ শিখ বিরোধী দাঙ্গা, দলিত হিংসা, ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রসঙ্গ।

Advertisement

শুক্রবারই তামিলাড়ুতে সভা করেছেন রাহুল। পর দিন সেখানে কংগ্রেসকে বিঁধে মোদী বলেন, ‘‘কংগ্রেসের সব চেয়ে ভাল বন্ধু অসৎ আচরণ। তবে কখনও কখনও ভুলবশত তারা সত্যি বলে ফেলে।’’ শিখ দাঙ্গা থেকে দলিত হিংসা এমনকি ভোপালের গ্যাস দুর্ঘটনা নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।

অন্য দিকে কর্নাটকের কোলারে রাফাল নিয়ে সুর আরও চড়িয়ে রাহুল বলেন, ‘‘চৌকিদার ১০০ শতাংশ চোর।’’ রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী ৩০ হাজার কোটি টাকা চুরি করে বন্ধু অনিল অম্বানীকে উপহার দিয়েছেন। সমস্ত চোরের নাম কেন মোদী, সেই নিয়েও কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘‘নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী... সমস্ত মোদীই কেন চোর? আরও কত মোদী রয়েছেন কে জানে!’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গত কাল রাহুল তামিল গর্ব ও দ্রাবিড় সভ্যতা তুলে ধরে বিজেপির হিন্দুত্বকে আক্রমণ করেছিলেন। পাল্টা তামিলনাড়ুতে এমজি রামচন্দ্রনের নেতৃত্বাধীন সরকার ফেলার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করেন মোদী।

চিত্রদুর্গের সভা থেকে রাহুল জানান, এই ভোট অম্বানীর বিরুদ্ধে সাধারণ মানুষ, চোরেদের বিরুদ্ধে সাধু, পাঁচ বছরের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। রাহুলের মতে, এ বারের লড়াই আদর্শের। একদিকে রয়েছে রাগ, ঘৃণা ও বিভাজন। উল্টো দিকে ভালবাসা, সৌভ্রাতৃত্ববোধ।

মোদী আবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে খোঁচা দিয়ে তাঁর ছেলের দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, ভোটের জন্য কংগ্রেসের এটিএম হল মধ্যপ্রদেশ সরকার। একে ‘তুঘলক রোড স্ক্যাম’ নামেও চিহ্নিত করেছেন তিনি। বিরোধীদের মহাজোটকে ফের মহাভেজাল বলেছেন তিনি। অন্য দিকে মোদীর বক্তব্যে কেন চাষি, রোজগারের মতো বিষয় উঠে আসে না, পড়শি রাজ্য থেকে ফের সেই নিয়ে তোপ দেগেছেন রাহুল। তাঁর মন্তব্য, ধার মেটাতে না পারলে চাষির জেল হয়, কিন্তু বেঁচে যান অনিল অম্বানী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন