Lok Sabha Election 2019

রবার্টের টুইটে প্যারাগুয়ের পতাকা!

টুইটারে রবার্ট জানান, ভুল করেই প্যারাগুয়ের পতাকার ছবি পোস্ট করে ফেলেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০১:৫০
Share:

বিতর্কে জড়ালেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামী।

দিল্লিতে ভোট দিয়ে রবিবার নিজের কালি লাগানো আঙুলের ছবি এবং বক্তব্য টুইটারে পোস্ট করেছিলেন রর্বাট বঢরা। আর তা করতে গিয়েই বিতর্কে জড়ালেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামী। কারণ পোস্টে তিনি ভারতের পতাকার বদলে ব্যবহার করেন প্যারাগুয়ের পতাকার ছবি! পরে অবশ্য টুইইটি মুছে প্যারাগুয়ের পতাকার জায়গায় ভারতের পতাকার ছবি পোস্ট করেন তিনি।

Advertisement

টুইটারে রবার্ট জানান, ভুল করেই প্যারাগুয়ের পতাকার ছবি পোস্ট করে ফেলেছেন তিনি। তার পরেও অবশ্য নেটিজেনদের সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি রবার্ট। তাঁদের প্রশ্ন, ভারতের পতাকা কেমন দেখতে, রবার্ট কি সেটাও জানেন না!

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement