National News

মোদীর ফেরার ইঙ্গিতেই সেনসেক্সে সর্বকালীন রেকর্ড, প্রায় ৪০ হাজার

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ৭৯১ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে গেল প্রায় ৪০ হাজারে। হল ৩৯, ৯০১. ৫৯।  যা এর আগে হয়নি কোনও দিন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ২৩ মে ২০১৯ ১২:২৪
Share:

প্রতীকী ছবি।

ভোটগণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত জোরালো হয়ে উঠতেই বৃহস্পতিবার শুরু থেকেই চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ার বাজার। উর্ধ্বমুখী সূচকের নিরিখে গড়ে ফেলল সর্বকালীন রেকর্ড।

Advertisement

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ৭৯১ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে গেল প্রায় ৪০ হাজারে। হল ৩৯, ৯০১. ৫৯। যা এর আগে হয়নি কোনও দিন।

পাল্লা দিয়ে বাড়ল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটির সূচকও। ২৩১ পয়েন্ট বেড়ে গিয়ে নিফটির সূচক হল ১১, ৯৬৮.৯৫।

Advertisement

নিফটির সূচক বাড়ার সঙ্গে সঙ্গে তেজি হয়ে উঠেছে বেশ কয়েকটি শিল্প সংস্থার শেয়ারের দাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদানি স্পোর্টসের শেয়ারের দাম। ৭.৩৬ শতাংশ। তার পরেই রয়েছে যথাক্রমে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও ভারত পেট্রোলিয়াম।

আরও পড়ুন- লম্বা দৌড়ে ঘোড়া অর্থনীতির স্বাস্থ্যই

আরও পড়ুন- কম গ্যাস তুললেও নোটিস নয় রিল-কে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন