Vote Talk

৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার, কোথায় গেল সেই ‘১ কোটি চাকরি’?

মোদী জমানায় কত নতুন চাকরি তৈরি হল? সরকারি শূন্যপদও কি পূরণ হল?কী বলছে সরকার-পক্ষ? কী বলছে হিসেব? 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৬:২১
Share:

মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, গ্রামে গ্রামে কারখানা, একটা স্বনির্ভর যুবসমাজ। ক্ষমতায় এসে এমনই সব স্বপ্নের জাল বুনেছিলেন নরেন্দ্র মোদী। স্বপ্ন দেখেছিল গোটা দেশটা।

Advertisement

পাঁচ বছর পর দেশের কর্মসংস্থানের হালটা ঠিক কেমন? শহর থেকে গ্রাম, কাজ পাচ্ছেন কি মানুষজন? উচ্চশিক্ষিতদের জন্য পর্যাপ্ত চাকরির জোগান আছে কি? ফাঁস হয়ে যাওয়া সরকারি রিপোর্ট অশনি সঙ্কেত দিচ্ছে। সেই রিপোর্ট প্রকাশ করা নিয়েও নানা টালবাহানা।

কিন্তু কেন? সত্যিই কি অধরা থেকে গেল স্বপ্নগুলো? মোদী জমানায় কত নতুন চাকরি তৈরি হল? সরকারি শূন্যপদও কি পূরণ হল?কী বলছে সরকার-পক্ষ? কী বলছে হিসেব? আজকের ভোট Talk-এ এমনই নানা প্রশ্নের উত্তরের খোঁজে আনন্দবাজার ডিজিটালের সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement