Nitin Gadkari

সুষমার আশীর্বাদ নিয়ে বিজেপি অফিসে ঢুকলেন নিতিন

বিজেপির সদর দফতরের সামনে তাঁদের পারস্পরিক সম্পর্কের চিত্রটা ফের ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৩:০৫
Share:

গড়কড়ীর মাথায় সুষমার হাত। ছবি টুইটার থেকে সংগৃহীত।

তাঁরা একে অপরের সহকর্মী। দু’জনেই রয়েছেন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে। তাঁদের দু’জনের মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা রাজনৈতিক মহলেও সুবিদিত। তাঁরা হলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। সোমবার বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির মিটিংয়ে যোগ দেওয়ার আগে বিজেপির সদর দফতরের সামনে তাঁদের পারস্পরিক সম্পর্কের চিত্রটা ফের ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

Advertisement

বিজেপির সদর দফতরে ঢুকবেন সুষমা স্বরাজ। তখনই গাড়ি থেকে নেমে সুষমাকে ‘ম্যাম’ বলে পিছন থেকে সম্বোধন করলেন নিতিন গডকড়ী। তা শুনেই দাঁড়িয়ে গেলেন সুষমা। নিতিনকে ভিতরে যাওয়ার জন্য বললেন। কিন্তু সুষমাকে প্রণাম না জানিয়ে ভিতরে যাবেন না নিতিন। তাই প্রণাম জানালেন সুষমাকে। সুষমাও আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন নিতিনের দিকে। পরিবহণ মন্ত্রীকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন বিদেশ মন্ত্রী।

এই ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডলে আপলোড করেছে এক সংবাদ সংস্থা। তারপর গডকড়ী নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন পোস্টটি। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘এ রকম শুধুমাত্র বিজেপিতেই সম্ভব।’

Advertisement

আরও পড়ুন: দেশের ৫ কোটি পরিবারকে মাসে ৬ হাজার টাকা, প্রতিশ্রুতি রাহুলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement