Kailash Vijayvargiya

মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না, নিজস্বী তুলতে এলে ফিরিয়ে দিই: কৈলাস বিজয়বর্গীয়

মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। আগেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২০:২৬
Share:

মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। —ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্য ঘিরে ফের বিতর্ক। মেয়েদের ছোট পোশাক পরা তিনি একেবারেই পছন্দ করেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে পশ্চিমী সংস্কৃতি এবং ভাবধারার সঙ্গে তিনি একমত নন। জানিয়েছেন, ছোট পোশাক পরে কোনও মেয়ে যদি তাঁর সঙ্গে নিজস্বী তুলতে আসেন, তিনি তাঁকে ফিরিয়ে দেন। ছবি তোলেন না। মেয়েদের ‘দেবী’ বলে মনে করেন, দাবি করেছেন কৈলাস।

Advertisement

মধ্যপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী কৈলাস একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। এর আগেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্যের জন্য তিনি বিতর্কে জড়িয়েছেন। বৃহস্পতিবার ইনদওরের একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘‘পশ্চিমের দেশগুলিতে মনে করা হয়, ছোট পোশাক খুব সুন্দর। যাঁরা ছোট পোশাক পরেন, তাঁদের সুন্দর বলে মনে করা হয়। আমি তা মনে করি না। আমি এটা পছন্দ করি না।’’

স্বল্প কথায় কোনও ভাষণ শেষ করে ফেলা পছন্দ করেন না কৈলাস। সে কথা বলতে গিয়েই মেয়েদের পোশাকের প্রসঙ্গ টানেন। কৈলাস বলেন, ‘‘পশ্চিমের দেশগুলিতে বলা হয়, যে সব মেয়ে ছোট পোশাক পরেন, তাঁরা খুব সুন্দর। ঠিক যেমন, যে নেতারা কম কথা বলেন, পশ্চিমের দেশগুলিতে তাঁদের ভাল বলে মনে করা হয়। আমি এ সবে বিশ্বাস করি না। আমি মনে করি, মেয়েরা দেবী। তাঁদের উচিত ভাল পোশাক পরা। খোলামেলা পোশাক পরা মেয়েদের আমি একটুও আকর্ষণীয় বলে মনে করি না।’’

Advertisement

কৈলাস আরও বলেন, ‘‘মাঝে মাঝে মেয়েরা আমার সঙ্গে ছবি তুলতে আসে। আমি তাদের বলি, বেটা, এর পরের বার ঠিকঠাক জামাকাপড় পরে এসো, তখন আমরা ছবি তুলব।’’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এক বার মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কৈলাস। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে ইনদওর থেকেই তিনি বলেছিলেন, ‘‘আজকাল মেয়েরা খুব নোংরা পোশাক পরে। আমরা মেয়েদের দেবী বলে ডাকি। কিন্তু তারা সেই রূপে আসে না। এখন তাদের সুর্পনখার মতো লাগে।’’ মেয়েদের উদ্দেশে এর পর কৈলাস বলেছিলেন, ‘‘ঈশ্বর তোমাদের সুন্দর শরীর দিয়েছেন, ভদ্র পোশাক অন্তত পরো! ছেলেমেয়েদের মূল্যবোধ শেখাও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement