Murder

ঋণ শোধ না করায় বন্ধুকে খুন! দেহ টুকরো করে লোপাটের চেষ্টা দুই যুবকের, গ্রেফতার এক

রামপ্রকাশ পুনিয়া এবং তাঁর সঙ্গী বিনোদ ওরফে টোনির কাছে টাকা ধার চেয়েছিলেন অনুপম। সময় মতো টাকা ফেরত দেননি বলে অনুপমকে খুন করেন রামপ্রকাশ এবং টোনি।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১১:৩০
Share:

রবিবার সঞ্জীবনী নগর এলাকার একটি নর্দমার ভিতর থেকে তিনটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি।

সময় মতো ঋণশোধ করতে পারেননি। তাই রাগের বশে ঋণগ্রহীতাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলেন দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সঞ্জীবনী নগরে। মৃতের নাম অনুপম শর্মা (৪৫)। সোমবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন অনুপম। কিছু দিন অপেক্ষা করার পর সঞ্জীবনী নগর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যেরা। ওই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও দেখে তারা। অবশেষে রবিবার সঞ্জীবনী নগর এলাকার একটি নর্দমার ভিতর থেকে তিনটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে থেকে অনুপমের দেহ টুকরো করা অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এক অভিযুক্তকে শনাক্ত করে। রামপ্রকাশ পুনিয়া নামে ওই অভিযুক্তকে সোমবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রামপ্রকাশ পুনিয়া এবং তাঁর সঙ্গী বিনোদ ওরফে টোনির কাছে টাকা ধার করেছিলেন অনুপম। সময় মতো টাকা ফেরত দেননি বলে অনুপমকে খুন করেন রামপ্রকাশ এবং টোনি। রামপ্রকাশ পুলিশের হাতে ধরা পড়লে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, খুন করার পর আত্মহত্যা করেছেন টোনি। পুলিশ সূত্রে খবর, ১ মার্চ আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে যান।

Advertisement

সেই নোটে লেখা ছিল, ‘‘আমি বড় ভুল করে ফেলেছি।’’ পুলিশ আধিকারিকের মন্তব্য, খুন করার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন রামপ্রকাশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন