অর্ডিন্যান্স এনে ডান্সবার বন্ধ রাখতে চায় মহারাষ্ট্র

কিছু শর্তসাপেক্ষে মহারাষ্ট্রে ডান্সবার ফের খোলার ব্যাপারে গত কাল সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার অর্ডিন্যান্স এনে ডান্সবার খোলার রাস্তা বন্ধ করার কথা ভাবছে রাজ্যের বিজেপি সরকার। 

Advertisement

 সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০৪:২৬
Share:

মুম্বইয়ের একটি ডান্স বার। ফাইল চিত্র।

কিছু শর্তসাপেক্ষে মহারাষ্ট্রে ডান্সবার ফের খোলার ব্যাপারে গত কাল সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার অর্ডিন্যান্স এনে ডান্সবার খোলার রাস্তা বন্ধ করার কথা ভাবছে রাজ্যের বিজেপি সরকার।

Advertisement

সুপ্রিম কোর্ট গত কাল জানিয়েছিল, অযৌক্তিক কিছু শর্ত চাপিয়ে ডান্সবার নিষিদ্ধ করে রাখা যায় না। নিয়ন্ত্রণ থাকুক। কিন্তু পূর্ণ নিষেধাজ্ঞা চলতে পারে না। তা সত্ত্বেও রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা সুধীর মুঙ্গানটিওয়ার আজ বলেছেন, রাজ্যের সাংস্কৃতিক ধারা রক্ষা করতে সরকার অর্ডিন্যান্স আনার কথা ভাবছে যাতে ডান্সবার ফের খোলা না যায়। এই মন্ত্রীর বক্তব্য, রাজ্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করে। কিন্তু মহারাষ্ট্রে ডান্সবার চলতে না দেওয়ার ব্যাপারে তাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না। তাঁর কথায়, ‘‘ছত্রপতি শিবাজির রাজ্যে আমরা মা-বোনেদের সম্মান খোয়ানোর মতো একটা কাজ করতে দেব না।’’

আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মুঙ্গানটিওয়ার। তাঁর মন্তব্য, ‘‘শীর্ষ আদালতের নির্দেশের কপি পেলে আইনজীবীরা তা খতিয়ে দেখবেন। তাঁদের পরামর্শমতো আগামী দু’সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্স আনব আমরা। ২০১৬ সালের আইনে প্রয়োজনীয় পরিবর্তন করে সেটিকে আরও জোরদার করা হবে।’’

Advertisement

হোটেল-রেস্তরাঁ-বারে ‘অশালীন নাচ নিষিদ্ধকরণ ও মহিলাদের সম্মান রক্ষার্থে’ ২০১৬ সালে এই আইন এনেছিল মহারাষ্ট্র সরকার। সেই আইনের বেশ কিছু ধারা গত কাল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এখন অর্ডিন্যান্স আনলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হবে না? মন্ত্রী বলেছেন, ‘‘এর আগেও কোর্টের রায় ডান্সবার খোলার পক্ষেই ছিল। তার পরেও সব দল একসঙ্গে এগিয়ে এসে ডান্সবার খোলার বিরুদ্ধে আইন করার কথা ভেবেছে। এ বারও সেটাই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন