দিলীপ কুমার, শাহরুখ, আমিরদের এ বার ‘সাপ’ বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

কুমন্তব্য আর অসহিষ্ণুতার স্রোতে নয়া সংযোজন। দিলীপ কুমার, শাহরুখ খান, আমির খান— সকলেই সাপের মতো। তাঁদের ভালবাসা আর দুধকলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার। মন্তব্য মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী রামদাস কদমের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ১৯:০০
Share:

কুমন্তব্য আর অসহিষ্ণুতার স্রোতে নয়া সংযোজন। দিলীপ কুমার, শাহরুখ খান, আমির খান— সকলেই সাপের মতো। তাঁদের ভালবাসা আর দুধকলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার। মন্তব্য মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী রামদাস কদমের।

Advertisement

অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মহারাষ্ট্রের এই শিবসেনা নেতাকে। স্বাভাবিকভাবেই উঠে আসে আমির খানের সাম্প্রতিক মন্তব্য। তার প্রেক্ষিতে কদম বলেন, ‘‘আমির খান যদি দেশকে আর ভাল না বাসেন, তা হলে তিনি পাকিস্তানে চলে যেতে পারেন।’’ মন্ত্রী বলেছেন, আমির খানের মন্তব্য নিয়ে পুলিশি পদক্ষেপ হওয়া উচিত।

রামদাস কদম এ দিন বলেন, ‘‘দিলীপ কুমার থেকে শাহরুখ খান এবং আমির— এঁদের প্রত্যেককে আমরা প্রচুর ভালবাসা দিয়েছি। কিন্তু, তাঁরা যে সব মন্তব্য করেন তাতে মনে হয় আমরা সাপ পুষেছি।’’ বিজেপি শাসিত মহারাষ্ট্রের মন্ত্রীর এই মন্তব্য ফের বিতর্ক উস্কে দিয়েছে। বলিউডের প্রবাদপ্রতিম তিন ব্যক্তিত্ব সম্পর্কে রামদাস কদমের মতো প্রবীণ নেতার মন্তব্যে হতচকিত বিভিন্ন মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement