Special Intensive Revision

‘নজিরবিহীন’, বিরোধী সাংসদদের ওয়েলে নামতে সিআইএসএফের বাধা! দাবি খড়্গে, ডেরেকদের

গত বছর ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় বিরোধীদের উপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের বিরুদ্ধে। তবে সে সময় গন্ডগোল বেধেছিল অধিবেশন কক্ষের বাইরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৭:৩৮
Share:

ওয়েলে নামতে বাধার মুখে বিরোধী সাংসদেরা? ছবি: সংগৃহীত।

সংসদের অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে গিয়ে বিরোধী সাংসদেরা শারীরিক ভাবে বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ তুলল তৃণমূল। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী সাংসদদের এমন বাধাদানের ঘটনা ‘নজিরবিহীন’। একই অভিযোগ তুলে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশকে চিঠি দিয়েছেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

ডেরেক শুক্রবার এক্স পোস্টে লিখেছেন, ‘‘মার্শালেরা (অথবা সিআইএসএফ কর্মীরা) ওয়েলে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছেন। তৃণমূল, ডিএমকে এবং আপ সাংসদদের ওয়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে কখনও এমন কিছু দেখিনি।’’ এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘ভোট চুরি নিয়ে আলোচনা করতে এত ভয় স্যর। মোদি-শাহ জেনে নিন, ‘ইন্ডিয়া’ শেষ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। সোমবার দেখা হচ্ছে।’’ অন্য দিকে, সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবর জানাচ্ছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে খড়্গে লিখেছেন, যে ভাবে অধিবেশন কক্ষের ভিতরে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, তাতে তিনি মর্মাহত।

প্রসঙ্গত, সামগ্রিক ভাবে সংসদ ভবন চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। কিন্তু অধিবেশন চলাকালীন কক্ষের পরিস্থিতি অশান্ত হলে লোকসভায় স্পিকার এবং রাজ্যসভায় চেয়ারম্যানের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন মার্শাল। যদিও গত বছর ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় বিরোধীদের উপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের বিরুদ্ধে। তবে সে সময় অধিবেশন কক্ষের বাইরে বিজেপি এবং বিরোধী সাংসদদের মধ্যে গোলমাল বাধায় হস্তক্ষেপ করা হয়েছিল বলে সিআইএসএফ দাবি করেছিল। এ বার সরাসরি অধিবেশন কক্ষে ঢুকে বলপ্রয়োগের অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাহিনীর বিরুদ্ধে।

Advertisement

বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে কংগ্রেস, তৃণমূল, সিবিএম-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সহযোগীরা। শুক্রবারই প্রকাশিত হয়েছে সেই সংশোধিত ভোটার তালিকা। তাতে পরিকল্পনা মাফিক বিজেপি-কে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কয়েক লক্ষ প্রকৃত ভোটারের নাম ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিরোধী দলগুলি।

বিহারের খসড়া ভোটার তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় শুক্রবার দুপুর ৩টেয়। তার আগেই বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষ অশান্ত হয়। খসড়া তালিকা এবং বিহারের ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিশেষ আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে যৌথ ভাবে চিঠি দেয় বিরোধী দলগুলি। একই দাবি তোলা হয় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছেও। বিরোধীদের বিক্ষোভ এবং মুহুর্মুহু স্লোগানে ব্যাহত হয় সভার কাজ। শেষ পর্যন্ত মুলতুবিও করতে হয় অধিবেশন। তবে নির্বাচন কমিশন শুক্রবার এসআইআরে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement