নীতি আয়োগের বৈঠকে নেই মমতা, তবু মূল্যায়ন রাজ্যের

দেশের উন্নয়নের রণনীতি ঠিক করতে আজ নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে নীতীশ কুমার, নবীন পট্টনায়ক-সহ প্রায় সব মুখ্যমন্ত্রী হাজির থাকলেও ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যের পরিস্থিতি নিয়ে সবিস্তার আলোচনা হয় বৈঠকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:২৪
Share:

দেশের উন্নয়নের রণনীতি ঠিক করতে আজ নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে নীতীশ কুমার, নবীন পট্টনায়ক-সহ প্রায় সব মুখ্যমন্ত্রী হাজির থাকলেও ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যের পরিস্থিতি নিয়ে সবিস্তার আলোচনা হয় বৈঠকে।

Advertisement

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত রাজ্যওয়াড়ি পরিস্থিতির কথা তুলে ধরার সময়ে জানান, স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক মিলিয়ে যে একশো জেলার সংস্কার প্রয়োজন, তার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাও রয়েছে। মাথাপিছু চিকিৎসক ও হাসপাতালের বেডেও কিছুটা পিছিয়ে পশ্চিমবঙ্গ। তবে শিশু মৃত্যু, মাতৃত্বকালীন মৃত্যুর ক্ষেত্রে তারা অন্যদের থেকে ভাল। তৃণমূল সূত্রের বক্তব্য, দিল্লি এলেই মমতাকে মোদীর বিরোধিতা করতে হতো। কিন্তু উত্তরপ্রদেশে ভোটের পরে তিনি সতর্ক। তাই নীতি আয়োগের বৈঠকই এড়িয়ে গেলেন।

আরও পড়ুন:‘নতুন ভারত’ গড়তে বিরোধী মুখ্যমন্ত্রীদেরও ডাক দিলেন প্রধানমন্ত্রী

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন