পুত্র এবং পুত্রবধূকে গুলি বৃদ্ধের। প্রতীকী ছবি।
মদ্যপান করতে বারণ করায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পুত্র এবং পুত্রবধূকে গুলি করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম হরি যাদব। তিনি অবসরপ্রাপ্ত হোমগার্ড। আকণ্ঠ মদ্যপান করে শনিবার রাতে বাড়ি ফেরেন বৃদ্ধ। কেন রোজ রোজ মদ্যপান করেন, তা নিয়ে পুত্র এবং পুত্রবধূ আপত্তি জানিয়েছিলেন। সেখান থেকেই বচসার সূত্রপাত। কেন তাঁকে মদ্যপান করতে বারণ করা হচ্ছে, সেই রাগে আচমকাই নিজের লাইসেন্সড বন্দুক বার করেন, তার পর সটান গুলি চালিয়ে দেন পুত্র এবং পুত্রবধূকে লক্ষ্য করে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হন অনুপ যাদব এবং তাঁর স্ত্রী সুপ্রিয়া। অনুপের বুকে গুলি লাগে। পেটে গুলি লাগে সুপ্রিয়ার। তাঁদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বরহলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রভান সিংহ জানিয়েছেন, হরি যাদবকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে।