Haryana Spy

সেনার গোপন তথ্য তুলে দিতেন পাকিস্তানের হাতে! জ্যোতির পর হরিয়ানায় গ্রেফতার আরও এক, উদ্ধার ছবি, ভিডিয়ো, চ্যাট

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে আরমান নামের ২৬ বছরের এক যুবককে। পাক দূতাবাসের কর্মীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১১:২৭
Share:

পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সেনার গোপন তথ্য ওই যুবক পাকিস্তানে পাচার করে দিতেন বলে অভিযোগ। দিল্লিতে পাক দূতাবাসের এক কর্মচারীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। পুলিশ তাঁর কাছ থেকে দীর্ঘ হোয়াট্‌সঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ছবি এবং ভিডিয়োও।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৬ বছরের ওই যুবকের নাম আরমান। হরিয়ানার নুহ্‌ জেলা থেকে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। নুহ্‌ পুলিশ জানিয়েছে, ভারতীয় সেনা এবং সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠাতেন এই যুবক। দিল্লির পাক দূতাবাসের এক কর্মচারীর মাধ্যমে তিনি এই কাজ করতেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে এই খবর পেয়েছিল নুহ্‌ পুলিশ। তার পরেই যুবককে গ্রেফতার করা হয়।

অভিযোগ, দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের গুপ্তচরের কাজ করছিলেন আরমান। সমাজমাধ্যম ব্যবহার করে, বিশেষত হোয়াট্‌সঅ্যাপে এই সংক্রান্ত তথ্য তিনি শেয়ার করতেন। পাকিস্তানের একাধিক নম্বরের সঙ্গে তাঁর দীর্ঘ হোয়াট্‌সঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে। অনেক ছবি এবং ভিডিয়োও তিনি ওই নম্বরে পাঠিয়েছেন। আরমানকে গ্রেফতারির পর আদালতে হাজির করানো হয়েছিল। আপাতত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

শনিবারই হরিয়ানা থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মলহোত্রকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। তদন্তকারীদের অনুমান, গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র তৈরি হয়েছে এ দেশে। এই চক্র মূলত পঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয়। জ্যোতি, আরমান সেই চক্রের সদস্য কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement