Gold

পায়ুদ্বারে লুকনো সোনার বাট, বিমানবন্দরে গ্রেফতার ১

সোনা পাচারকারী চক্র সম্পর্কে সবিস্তার তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৪
Share:

—প্রতীকী ছবি।

পায়ুদ্বারে সোনার বাট ঢুকিয়ে পাচারের চেষ্টাকরার দায়ে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। রবিবার রাতে শুল্ক দফতরের আধিকারিকরা তাঁকে হেফাজতে নেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ায় হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম পঙ্কজ সাডুয়ানি। বয়স ৩০। তাই এয়ারওয়েজের একটি বিমান থেকে ওই দিন রাতে জয়পুর বিমানবন্দরে নামেন তিনি। তাঁর আচরণ দেখে সন্দেহ হয় শুল্ক আধিকারিকদের। তল্লাশি চালিয়ে জানা যায়, পায়ুদ্বারে সোনার ছ’টি বাট ঢুকিয়ে তিনি বিমানে উঠেছিলেন তিনি। তাঁর কাছ থেকে সব মিলিয়ে এক কেজি ওজনের সোনার বাট উদ্ধার করা হয়। এর পরেই পুলিশ তাকে গ্রেফতার করে।

শুল্ক দফতরের এক আধিকারিক জানান, একটি সোনা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত পঙ্কজ। বিমান বন্দরের বাইরে একজন দাঁড়িয়ে ছিল। তার হাতেই ওই বাটগুলো তুলে দেওয়ার কথা ছিল পঙ্কজের। সোনা পাচারকারী ওই চক্র সম্পর্কে সবিস্তার তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: একমাত্র বাংলাতেই গণতন্ত্র নেই, মমতা এখন কিম জঙ-উন, তোপ কেন্দ্রীয় মন্ত্রীর​

আরও পড়ুন: জুনে উল্কাবৃষ্টিতে তীব্র আলোর ঝলসানি, শোনা যাবে ভয়ঙ্কর শব্দ! দাবি বিজ্ঞানীদের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন