Delhi Road Rage

গাড়িতে বাইকের ধাক্কা! প্রতিবাদ করায় ধারালো ছুরির কোপ, দিল্লিতে জন্মদিনের রাতেই মৃত্যু যুবকের

বুধবার রাতে দিল্লির গাজ়ীপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম বিকাশ। নিজের জন্মদিনে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৫:১৮
Share:

(বাঁ দিকে) নিহত বিকাশ। ভেঙে পড়েছে নিহতের পরিবার (ডান দিকে) ছবি: সংগৃহীত।

নিজের জন্মদিনে বন্ধুর সঙ্গে রাতের দিল্লি ঘুরতে বেরিয়েছিলেন যুবক। পথে গাড়িতে বাইকের ধাক্কা নিয়ে বচসা বাধে। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি কিছু ক্ষণেই হিংস্র আকার নেয়। তাতেই শেষমেশ ধারালো অস্ত্রের কোপে প্রাণ দিতে হল যুবককে।

Advertisement

বুধবার রাতে দিল্লির গাজ়ীপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম বিকাশ। নিজের জন্মদিনে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। পেপার মার্কেট এলাকার কাছে একটি মদের দোকানের অদূরে নিজের গাড়ি পার্ক করেছিলেন বিকাশ। গাড়িতে তাঁর বন্ধু সুমিতও ছিলেন। তখনই একটি বাইক এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। গাড়ি থেকে বেরিয়ে আসেন বিকাশ ও সুমিত। শুরু হয়ে যায় বাগ্‌বিতণ্ডা। ইতিমধ্যে ওই যুবক ফোন করে আরও কয়েক জনকে ঘটনাস্থলে ডেকে পাঠান। কিছু ক্ষণের মধ্যেই ছ’-সাত জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। এর পর ওই যুবক ও তাঁর সঙ্গীরা মিলে বিকাশ ও সুমিতকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শেষে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হন অভিযুক্তেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশের। তখন বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা।

সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, ফরিদাবাদের বাসিন্দা বিকাশের কয়েক মাসের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল। বিকাশ নয়ডার একটি বেসরকারি বীমা সংস্থায় কাজ করতেন। একই জায়গায় কাজ করতেন সুমিতও। সুমিত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মেলেনি। ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement