Maharashtra News

রাস্তায় স্পিড ব্রেকারের ঝাঁকুনি, অ্যাম্বুল্যান্সের ভিতর জেগে উঠলেন ‘মৃত’! বাড়ি ফিরলেন হেঁটে

মহারাষ্ট্রের এক বৃদ্ধ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অ্যাম্বুল্যান্সে ‘দেহ’ নিয়ে যাওয়ার সময়ে স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে বেঁচে ওঠেন বৃদ্ধ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ২২:১২
Share:

মহারাষ্ট্রে রাস্তায় স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে জেগে উঠল ‘মড়া’। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাস্তায় স্পিড ব্রেকার পেরোনোর সময়ে অ্যাম্বুল্যান্সে ঝাঁকুনি হয়েছিল। তাতেই প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ! হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন। শ্মশানের পথেই হল ‘মিরাক্‌ল’। অ্যাম্বুল্যান্সে ঝাঁকুনির পর পরিবারের সদস্যেরা ‘মড়া’র হাত নড়তে দেখেন। দ্রুত তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হেঁটে হেঁটে বাড়িও ফেরেন বৃদ্ধ।

Advertisement

মহারাষ্ট্রের কোল্‌হাপুরের ঘটনা। বৃদ্ধের নাম পানদুরাং উল্পে। ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ কিছু দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর পরিবার সূত্রে খবর, হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ। ফিরে এসে চা খেতে খেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমি করার পর সংজ্ঞা হারান তিনি। নিকটবর্তী হাসপাতালে বৃদ্ধকে নিয়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যেরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে অভিযোগ।

বৃদ্ধের ‘দেহ’ অ্যাম্বুল্যান্সে বাড়িতে ফেরানো হচ্ছিল। সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়ার কথাও হয়েছিল। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে ইতিমধ্যে বাড়িতে জড়ো হতে শুরু করেছিলেন আত্মীয়েরা। শেষযাত্রার তোড়জোড়ও শুরু হয়েছিল। কিন্তু আচমকা রাস্তায় একটি স্পিড ব্রেকার পেরোতে গিয়ে লাফিয়ে ওঠে অ্যাম্বুল্যান্সটি। সেই সময়ে বৃদ্ধের পরিবারের সদস্যেরা দেখেন, তাঁর হাতের কয়েকটি আঙুল নড়ছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে।

Advertisement

হার্টের সমস্যা নিয়ে ওই হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন বৃদ্ধ। তাঁর অস্ত্রোপচারও হয়। তার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হেঁটে হেঁটে। যে হাসপাতাল থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, এখনও সেখানকার কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement