Tamil Nadu Incident

মাংস দেননি বিক্রেতা, তামিলনাড়ুতে দোকানের সামনে পচাগলা দেহ ফেলে পালালেন যুবক

দোকানদার মাংস দিতে চাননি। সেই রাগে কবর থেকে পচাগলা দেহ তুলে দোকানের সামনে ফেলে চম্পট দিলেন তামিলনাড়ুর এক যুবক। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৫
Share:

তামিলনাড়ুতে মাংসের দোকানের সামনে পচাগলা দেহ ফেলে পালালেন যুবক। —প্রতিনিধিত্বমূলক ছবি।

মাংস কিনতে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছিল। কারণ, দোকানদার মাংস দিতে চাননি। সেই রাগে কবর থেকে পচাগলা দেহ তুলে দোকানের সামনে ফেলে চম্পট দিলেন তামিলনাড়ুর এক যুবক। পরে পুলিশ এসে সেই দেহ সরিয়ে নিয়ে যায়। তবে অভিযুক্ত যুবক এখনও পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তামিলনাড়ুর পলানি চেট্টিপট্টি এলাকায় স্থানীয় একটি কবরস্থানের কর্মী। মনে করা হচ্ছে সেই কবরস্থান থেকেই দেহ নিয়ে দোকানের সামনে ফেলে দেন তিনি। মুহূর্তের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেহ সরিয়ে তা পুনরায় কবরস্থানে ফেরায় পুলিশ। হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়েরা।

তবে কী কারণে মাংসের দোকানদার অভিযুক্তকে মাংস দিতে অস্বীকার করলেন, তা স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, একাধিক বার মাংস কিনেও টাকা মেটাননি অভিযুক্ত। তাই বকেয়া না-মেটালে মাংস দেওয়া হবে না বলে জানিয়ে দেন দোকানদার। তবে এই বিষয়ে নিশ্চিত হতে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement