Goole Map

‘ভরসাযোগ্য’ গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে সোজা জলাধারে, ডুবে মৃত্যু চালকের

মৃত সতীশ গুলে তাঁর গাড়ির মালিক গুরু শেখর ও তাঁর সমীর রাজুরকরকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৬:৫৫
Share:

প্রতীকী ছবি

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ঘটে গেল চরম বিপদ। মহারাষ্ট্রের আহমেদনগরের অলোক টাউনে গুগল ম্যাপ দেখে পথ খুঁজতে গিয়ে গাড়ি সোজা গিয়ে পড়ল একটি কৃ্ত্রিম হ্রদ বা জলাধারে। তাতেই মৃত্যু হয়েছে একজনের। রবিবার রাত ১.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। গাড়ির চালক মহারাষ্ট্রের উচ্চত্তম শৃঙ্গ কালসুবাইয়ে নিয়ে যাচ্ছিলেন দুই যাত্রীকে।

Advertisement

মৃত সতীশ গুলে তাঁর গাড়ির মালিক গুরু শেখর ও তাঁর সমীর রাজুরকরকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়েছিলেন। শেখর একটি বেসরকারি সংস্থার উচ্চপদের আধিকারিক আর রাজুরকরের নিজের ব্যবসা আছে। প্রয়ায় সতীশ গুলে আগে শেখরের কোম্পানিতেই চাকরি করতেন। কিন্তু লকডাউনে তাঁর চাকরি যায়। তখন শেখর তাঁকে চালক হিসাবে নিজের কাজে রেখেছিলেন।

অলোক থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, কালসুবাইয় যাওয়ার পথে রাতের অন্ধকারে তাঁরা পথ হারিয়ে ফেলেন। পথ খুঁজতে তখন গুগল ম্যাপের সাহায্য নেন তাঁরা। কিন্তু সেই ম্যাপ শেষ পর্যন্ত সঠিক রাস্তা দেখায়নি। ওঁরা সোজা গিয়ে পড়েন হ্রদের জলে। ওই পথ একটি সেতু ছিল। কিন্তু চার মাস হল হ্রদের জল বেড়ে যাওয়ায় আর সেতুটি কাজ করছিল না। সেটিই বুঝতে পারেননি চালক।

Advertisement

স্থানীয়রা এই পরিস্থিতি জানেন বলেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন না। কিন্তু অন্ধকারে সেই পথ বুঝতে পারেননি এই গাড়ির চালক। গাড়িটি ডুবে গেলে তিনজনই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কিন্তু সতীশ সাঁতার জানতেন না। তাতেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল, কৃষকদের নোটিস সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: সন্তানদের সামনে স্ত্রী, শাশুড়িকে কুপিয়ে খুন ত্রিপুরায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন