Bihar Incident

বিয়েতে রাজি না হওয়ায় হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে খুন, আত্মঘাতী প্রেমিকও!

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহারের রোহতাস জেলার একটি গেস্ট হাউসের ঘর থেকে এক যুবক এবং যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৫:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিয়েতে রাজি ছিলেন না প্রেমিকা। রাগের মাথায় হোটেলের ঘরে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেন প্রেমিক। তার পর নিজেও আত্মঘাতী হন। এমনই দাবি মৃতার মায়ের। তবে গোটা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মৃত যুবকের বাবা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহারের রোহতাস জেলার একটি গেস্ট হাউসের ঘর থেকে এক যুবক এবং যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম জ্যাকি ন্যাট এবং যুবতী কাজল কুমারী। ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না কাজলের মা গায়েত্রী। তিনি জানান, কাজল একটি শপিং মলে কাজ করতেন। রোজকার মতো ঘটনার দিন তাঁকে বাজার এলাকায় ছেড়ে দিয়ে এসেছিলেন গায়েত্রী। তবে কয়েক ঘণ্টা পর জানতে পারেন বালিয়ার এক যুবকের হাতে খুন হয়েছেন তাঁর কন্যা। গায়েত্রীর কথায়, ‘‘জ্যাকি আমার মেয়েকে জোর করে বিয়ে করতে চাইছিল। বার বার বলত, কাজল যদি আমার না হয়, তবে কারও হবে না।’’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জ্যাকি আত্মহত্যা করার আগে কাজলকে গুলি করে খুন করেছেন। গুরুতর জখম অবস্থায় কাজলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্য হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাজলের। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং গুলির খোল উদ্ধার করেছে। তবে পুত্রের মৃত্যুর নেপথ্যে গেস্ট হাউস কর্তৃপক্ষের ষড়যন্ত্র দেখছেন জ্যাকির বাবা পারস ন্যাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement