Murder

না জানিয়ে নিজের পেনশন দান করেছিলেন স্ত্রী! ৭৬ বছরের বৃদ্ধাকে কুপিয়ে খুন স্বামীর

পুলিশ জানিয়েছে, কোল্লামের একটি কাজু কারখানা কাজ করতেন ওমানা। স্বামী এবং ছোট মেয়ের সঙ্গে থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৭:০০
Share:

স্ত্রীকে খুনের অভিযোগ বৃদ্ধের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

৭৬ বছরের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৭৮ বছরের স্বামীর বিরুদ্ধে। কেরলের কোল্লামের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওমানা স্বামী কুট্টাপানকে না জানিয়ে নিজের পেনশনের টাকা এক জনকে দিয়ে দিয়েছিলেন। তা জানার পরে স্বামীর সঙ্গে বিবাদ শুরু হয়েছিল ওমানার। অভিযোগ, সেই বিবাদের জেরেই ওমানাকে খুন করেন কুট্টাপান।

Advertisement

পুলিশ জানিয়েছে, কোল্লামের একটি কাজু কারখানা কাজ করতেন ওমানা। স্বামী এবং ছোট মেয়ের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার ভোরে বড় মেয়েকে ফোন করেন ওমানার স্বামী কুট্টাপান। বড় মেয়ে মান্নাডির বাসিন্দা। বড় মেয়েকে ফোন করে কুট্টাপান জানান, তাঁর স্ত্রী অসুস্থ। ওই মহিলার সন্দেহ হয়। তিনি ছোট বোনকে ফোন করে বিষয়টি জানান। কুট্টাপানের ছোট মেয়ে বাবা-মায়ের ঘরে উঁকি দিয়ে দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওমানা। তিনি থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওমানার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কুট্টাপানকে গ্রেফতার করে। তিনি খুনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, রাগের বশে চাপাতি দিয়ে স্ত্রীকে কোপ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement