Blackmail

সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল! খুনের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা আদায়, লখনউয়ে ধৃত যুবক

জানা গিয়েছে, লখনউয়ের নাকা হিন্দোলা এলাকার এক কিশোরীর সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয় আরিয়ান সিংহ নামে এক যুবকের। কিশোরীর সঙ্গে ক্রমে আলাপ জমে ওঠে যুবকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১২:৩৮
Share:

প্রতীকী ছবি।

যুবকের সঙ্গে সমাজমাধ্যমে বন্ধুত্ব হয়েছিল লখনউয়ের এক কিশোরীর। কিন্তু সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিশোরীর পরিবারকে খুনের হুমকি দিয়ে বেশ কয়েক দফায় ৫০ হাজার টাকাও আদায় করেন যুবক। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, লখনউয়ের নাকা হিন্দোলা এলাকার এক কিশোরীর সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয় আরিয়ান সিংহ নামে এক যুবকের। কিশোরীর সঙ্গে ক্রমে আলাপ জমে ওঠে যুবকের। তার বিশ্বাস অর্জন করেন যুবক। কয়েক দিন পর থেকেই শুরু হয় ব্ল্যাকমেল। অভিযোগ, কিশোরীকে মানসিক এবং শারীরিক ভাবে নিগ্রহও করেন ওই যুবক। তার পর গোটা ঘটনাটি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকেন।

বিষয়টি প্রথম দিকে বাড়ির লোককে না জানালেও চাপের মুখে পড়ে শেষমেশ বাবা-মাকে জানায় সে। কিশোরীর পরিবারের অভিযোগ, আরিয়ান তাদের নানা ভাবে হুমকি দেওয়া শুরু করেন। তাদের কন্যাকে খুন করার হুমকিও দেন। এ ভাবে কয়েক দফায় টাকা আদায় করেন অভিযুক্ত। ৫০ হাজার টাকা দেওয়ার পরেও আরও টাকা দাবি করেন তিনি। কিশোরীর পরিবার সেই টাকা না দিলে তাদের বাড়িতে হাজির হন অভিযুক্ত। পড়শিদের সহযোগিতায় তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয় কিশোরীর পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement