Karnataka Incident

দীর্ঘ দিনের বিবাদ! প্রতিবেশী পরিবারের খাবারে কৌশলে কীটনাশক মেশালেন যুবক, খেয়ে অসুস্থ আট জন

শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের আট সদস্য। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দুপুরের খাবার খাওয়ার পর থেকেই শুরু বমি। সঙ্গে মাথাঘোরা। একে একে পরিবারের সকলে অচৈতন্য হয়ে পড়েন। এমন অবস্থায় তড়িঘড়ি সকলে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, বিষক্রিয়ার কারণেই ঘটেছে এই কাণ্ড! তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, খাবারে কেউ বিষ মিশিয়ে দেন। তা খেয়েই বিপত্তি। কে বিষ মেশালেন, তার খোঁজ শুরু করতেই মিলল ভয়ঙ্কর তথ্য। দীর্ঘ দিনের বিবাদের প্রতিশোধ নিতেই এক প্রতিবেশীই এই কাজ করেছেন! ঘটনাটি ঘটেছে, কর্নাটকের বাগেপল্লির কাছে এক গ্রামে।

Advertisement

শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের আট সদস্য। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় পুলিশ। সন্ধ্যার পর পরিবারের এক মহিলার জ্ঞান ফেরায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিষক্রিয়ার বিষয়টি জানা যায়। ওই মহিলার দেওয়া জবানবন্দি অনুযায়ী, তাঁদের পরিচিত এক ব্যক্তি, চৌদ্দারেড্ডি দুপুরেরে খাওয়ার আগে বাড়িতে এসেছিলেন। জানান, তাঁর খুব তেষ্টা পেয়েছে, একটু খাওয়ার জল দেওয়ার অনুরোধ করেন।

পরিবারের এক সদস্য জানান, জল চাওয়ার পর চৌদ্দারেড্ডি ঘরের মধ্যে ঢোকেন। রান্নাঘরে কয়েক মুহূর্ত ঘোরাফেরা করেন। তার পরে জল খেয়ে চলে যান। সেই বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চৌদ্দারেড্ডিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি স্বীকার করেন, প্রতিবেশী পাপিরেড্ডির নির্দেশে দুপুরে ভুক্তভোগী পরিবারের বাড়ি গিয়েছিলেন। এবং খাওয়ারের সঙ্গে কীটনাশক মেশান।

Advertisement

অভিযোগ, পাপিরেড্ডির সঙ্গে ওই পরিবারের দীর্ঘ দিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই গোটা পরিবারকে খুন করার ষড়যন্ত্র করেছিলেন তিনি। পুলিশ পাপিরেড্ডিকে গ্রেফতার করেছে। চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার কুশল চৌকসি বলেন, ‘‘তদন্তে ষড়যন্ত্র তথ্য প্রকাশ পেয়েছে। অভিযুক্তেরা ভুক্তভোগী পরিবারের ভরসার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটান।’’ কী জাতীয় কীটনাশক বা বিষ খাবারে দেওয়া হয়েছিল, তা জানার জন্য নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement