Online Fraud

কিয়ানু রিভ্‌স সেজে প্রতারণা! মুম্বইয়ে বৃদ্ধাকে ঠকিয়ে ৬৫,০০০ টাকা হাতিয়ে নিলেন যুবক

বৃদ্ধা মানসিক ভাবে অসুস্থ। তাঁর একমাত্র মেয়ে লন্ডনে থাকেন। মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেসও রয়েছে তাঁর। সম্প্রতি তিনি লক্ষ করেন, মায়ের অ্যাকাউন্ট থেকে ৬৫ হাজার টাকা দেহরাদূনের একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মাকে এ নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, কিয়ানু রিভ্‌সকে টাকা পাঠিয়েছেন তিনি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হলিউড অভিনেতা কিয়ানু রিভ্স সেজে ৬৯ বছর বয়সি এক বৃদ্ধার কাছ থেকে এক ব্যক্তি হাতিয়ে নিলেন ৬৫,০০০ টাকা! এমনই অভিনব ধাঁচে প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বইয়ে। ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। প্রতারক যুবকের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ভারসোভার বাসিন্দা ওই বৃদ্ধার সঙ্গে সম্প্রতি সমাজমাধ্যমে পরিচয় হয় এক যুবকের। যুবক তাঁকে বলেন, তিনি কিয়ানু রিভ্‌স! শীঘ্রই অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য ভারতে আসছেন তিনি। কিন্তু ভারতে যাওয়ার খরচ দিতে হবে ওই বৃদ্ধাকেই। সে কথা বিশ্বাস করে নেন বৃদ্ধা। গত ৩০ জুন ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬৫,০০০ টাকা পাঠিয়েও দেন তিনি।

জানা গিয়েছে, বৃদ্ধা মানসিক ভাবে অসুস্থ। তাঁর একমাত্র মেয়ে লন্ডনে থাকেন। মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেসও রয়েছে তাঁর। সম্প্রতি তিনি লক্ষ করেন, মায়ের অ্যাকাউন্ট থেকে ৬৫ হাজার টাকা দেহরাদূনের একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মাকে এ নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, কিয়ানু রিভ্‌সকে টাকা পাঠিয়েছেন তিনি! এর পরেই পুলিশের দ্বারস্থ হন মেয়ে। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি আইনের ৬৬সি (ভুয়ো পরিচয়) এবং ৬৬ডি (বৈদ্যুতিন মাধ্যম ব্যবহার করে ছদ্মবেশে প্রতারণা), ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) প্রভৃতি একাধিক ধারার অধীনে মামলা দায়ের করেছে পুলিশ। ওই ব্যক্তির খোঁজে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement