ভেঙে পড়া একটি বাড়ি। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের মথুরায় গোবিন্দনগর এলাকায় খোঁড়াখুঁড়ির কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচটি বাড়ি। আর এই ঘটনায় অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তিন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। স্থানীয়েরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছেন। রবিবার সকাল থেকেই খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। আচমকাই একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একের পর বাড়ি ভেঙে পড়ছিল। কোনওটি দোতলা, কোনওটি তিন তলা, কোনওটি আবার তারও বেশি। এই ঘটনায় এলাকায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের একাংশের দাবি, ১০-১২ জন ধ্বংসস্তূপের নীচে চাপা প়ড়ে গিয়েছেন। কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। কেউ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।