Maoist Killed in Jharkhand

ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু মাওবাদী নেতার, মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা

মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ গুমলা জেলার কামদারা থানার অন্তর্গত চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখনই আচমকা কয়েক জন মাওবাদীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতেই নিহত হন ওই মাওবাদী নেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৪:৫৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা! বেশ কয়েক বছর ধরে হন্যে হয়ে তাঁর খোঁজ করছিল পুলিশ। শেষমেশ নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল ঝাড়খণ্ডের সেই মাওবাদী নেতার। মঙ্গলবার গভীর রাতে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে গুমলা পুলিশ।

Advertisement

পুলিশের এক ঊর্ধ্বতন কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ গুমলা জেলার কামদারা থানার অন্তর্গত চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখনই আচমকা কয়েক জন মাওবাদীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতেই নিহত হন ওই মাওবাদী নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নেতার নাম মার্টিন কেরকেটা। মার্টিন পিএলএফআই-এর এরিয়া কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ফলে এ হেন নেতার মৃত্যুকে সাফল্য হিসাবেই দেখছে বাহিনী।

গুমলার পুলিশ সুপার (এসপি) হ্যারিস বিন জামান পিটিআইকে বলেন, “নিরাপত্তা বাহিনী চাঙ্গাবাদি উপরটোলিতে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে মাওবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। নিরাপত্তা বাহিনীর সদস্যেরাও পাল্টা গুলি চালান। তাতেই নিহত হন পিএলএফআই-এর এরিয়া কমান্ডার মার্টিন কেরকেটা। তাঁর দেহের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।” হ্যারিস আরও জানিয়েছেন, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর মিলেছিল, উপরটোলি এলাকায় কয়েক জন মাওবাদী আত্মগোপন করে রয়েছেন। এর পরেই তড়িঘড়ি একটি বিশেষ দল গড়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় আরও মাওবাদীরা লুকিয়ে রয়েছেন বলে অনুমান পুলিশের। এসপি জানিয়েছেন, তাঁদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement