মাওবাদীদের রোষে এ বার অক্ষয়-সাইনা

এত দিন নিশানায় ছিলেন পুলিশ-প্রশাসনের প্রতিনিধি বা রাজনৈতিক নেতারা। এ বার মাওবাদীদের রোশের মুখে পড়লেন চিত্রতারকা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। মাওবাদী সন্ত্রাসে নিহত নিরাপত্তাবাহিনীর পরিবারকে সাহায্য করার ‘অপরাধে’!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৪:২৬
Share:

ছবি: টুইটার।

এত দিন নিশানায় ছিলেন পুলিশ-প্রশাসনের প্রতিনিধি বা রাজনৈতিক নেতারা। এ বার মাওবাদীদের রোশের মুখে পড়লেন চিত্রতারকা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। মাওবাদী সন্ত্রাসে নিহত নিরাপত্তাবাহিনীর পরিবারকে সাহায্য করার ‘অপরাধে’!

Advertisement

মার্চে ছত্তীসগঢ়ের সুকমা এলাকায়
মাওবাদীদের হামলায় ১২ জন আধা-সেনার মৃত্যু হয়। সম্প্রতি সেই জওয়ানদের প্রত্যেক পরিবারপিছু ৯ লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন অক্ষয়। টাকা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্যে ‘ভারত কে বীর’ নামে একটি অ্যাপ-ও
খুলেছেন অক্ষয়। যেখানে সংঘর্ষে মৃত্যু সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পরিবারকে যে কেউ অর্থ সাহায্য করতে পারেন। একই ভাবে মাওবাদী হামলায় নিহত জওয়ানদের সাহায্যে এগিয়ে আসেন অলিম্পিক পদকজয়ী সাইনাও। তিনিও মৃত জওয়ানদের প্রত্যেক পরিবারের হাতে ৫০ হাজার টাকা হাতে তুলে দেন।

অক্ষয়কুমার বা সাইনার মতো পরিচিত ব্যক্তিত্বরা আধা সেনার পাশে দাঁড়ানোয় অস্বস্তিতে মাওবাদীরা। ক্ষুব্ধ মাওবাদীরা লিফলেটে জানিয়েছে, অক্ষয়-সাইনার মতো পরিচিত ব্যক্তিত্বদের উচিত শোষিত আদিবাসীদের পক্ষে এসে দাঁড়িয়ে মানবাধিকার লঙ্ঘন-সহ সমাজের শোষিত গরীব মানুষের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া। তা না করে ওই তারকারা সেই সব জওয়ানের পাশে দাঁড়াচ্ছেন যারা বাণিজ্যিক সংগঠন ও রাজনৈতিক দলের হয়ে কাজ করে যাচ্ছেন। মাওবাদীদের মতে, ওই জওয়ানেরা দেশের জন্য মারা যাননি। তাদের শাস্তি দিয়েছে পিপলস লিবারেশন গেরিলা আর্মি বা পিএলজিএ।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে রাওয়তের সুরেই সুর রাজনাথের

মাওবাদীদের এ ভাবে সরব হওয়ার পিছনে অস্তিত্বের সংকটের ইঙ্গিত পাচ্ছেন স্বরাষ্ট্র কর্তারা। জওয়ানদের উপর হামলায় এমনিতেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে মাওবাদীদের। নাগরিক সমাজের যে অংশ মাওবাদীদের প্রতি সহনাভূতিশীল তারাও এ ভাবে ক্রমাগতে রক্তক্ষয়ে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিএসএফের প্রাক্তন ডিজি প্রকাশ সিংহের মতে, ‘‘মাওবাদীরা মনে করছে এতে তাদের আন্দোলন আরও ধাক্কা খাবে। জনপ্রিয় তারকারা আধা সেনার পাশে দাঁড়ানোয় সাধারণ মানুষের যে অংশের সমর্থন তাদের পিছনে রয়েছে তাও নড়ে যেতে বাধ্য। তাই এ ভাবে সরব হয়েছে মাওবাদীরা।’’ তবে মাওবাদীদের এ ভাবে পরিচিত মুখের বিরুদ্ধে মুখ খোলার পিছনে নতুন কৌশল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রকাশ। তাঁর আশঙ্কা, ‘‘ভবিষ্যতে টাকা জোগাড়ে ওই তারকাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং রাস্তা ধরতে পারে মাওবাদীরা।’’ অতীতে যে কাজটি করতেন চন্দনদস্যু বীরাপ্পন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন