Jaish-e-Mohammed chief Masood Azhar

পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন জইশ প্রধান মাসুদ! ধরা পড়ল গোয়েন্দা-ক্যামেরায়, শ্রীনগর থেকে কত দূরে?

কিছু দিন আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো দাবি করেছিলেন, জইশ প্রধান মাসুদ আজ়হার রয়েছেন আফগানিস্তানে। কিন্তু গোয়েন্দাদের ক্যামেরায় এ বার তাঁকে পাক অধিকৃত কাশ্মীরেই দেখা গেল!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৭:২৬
Share:

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হার। —ফাইল চিত্র।

পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হার। গোয়েন্দাদের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। পাকিস্তান বরাবর দাবি করে এসেছে, মাসুদ তাদের দেশে নেই। কিছু দিন আগে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো দাবি করেছিলেন, মাসুদ রয়েছেন আফগানিস্তানে। কিন্তু এ বার তাঁকে পাক অধিকৃত কাশ্মীরেই দেখা গেল। গোয়েন্দা সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। রিপোর্ট অনুযায়ী, পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান প্রদেশে ঘুরে বেড়াচ্ছেন মাসুদ।

Advertisement

গিলগিট-বালটিস্তানের স্কার্দু এলাকায় দেখা গিয়েছে জইশ প্রধানকে। সেখানকার সাদপাড়া রোড এলাকায় রয়েছেন তিনি। গোয়েন্দাদের ক্যামেরায় দেখা গিয়েছে, ওই এলাকায় অন্তত দু’টি মসজিদ, সংলগ্ন মাদ্রাসা এবং অনেকগুলি গেস্টহাউস রয়েছে। তার মধ্যে কোনও কোনও গেস্টহাউস সরকারি বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। গিলগিট-বালটিস্তানের এই এলাকাটি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসাবে পরিচিত। একাধিক আকর্ষণীয় হ্রদ এবং নেচার পার্ক রয়েছে সেখানে। গোয়েন্দা সূত্রে দাবি, রাষ্ট্রপুঞ্জ চিহ্নিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধানের পক্ষে এই জায়গাটি গা ঢাকা দেওয়ার জন্য আদর্শ। কারণ মাসুদ এখানে থাকবেন বলে চট করে কেউ আন্দাজও করতে পারবেন না।

বিলাবল কিছু দিন আগে দাবি করেছিলেন, মাসুদ আফগানিস্তানে রয়েছেন। পাকিস্তানের মাটিতে তাঁকে পাওয়া গেলে অবিলম্বে গ্রেফতার করা হবে এবং ভারতের হাতে তুলে দেওয়া হবে বলেও দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, ‘‘মাসুদ পাকিস্তানে আছেন, এমন তথ্যপ্রমাণ যদি ভারত আমাদের দেখাতে পারে, আমরা সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করব।’’ একটি সাক্ষাৎকারে এই দাবির কিছু দিনের মধ্যেই গোয়েন্দারা মাসুদকে দেখতে পেলেন পাক অধিকৃত কাশ্মীরে। শ্রীনগর থেকে আকাশপথে স্কার্দু এলাকাটির দূরত্ব ১৬৫ কিলোমিটার। তবে সড়কপথে শ্রীনগর থেকে স্কার্দু পৌঁছোতে গেলে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

Advertisement

গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহওয়ালপুর মাসুদের শক্ত ঘাঁটি। তাঁকে যেখানে দেখা গিয়েছে, সেই স্কার্দু থেকে বহওয়ালপুরের দূরত্বও হাজার কিলোমিটারের বেশি। কেন তিনি এখানে এসেছেন, উদ্দেশ্য কী, তা-ও ভাবাচ্ছে গোয়েন্দাদের।

ভারতে একাধিক জঙ্গিহামলার নেপথ্যে মাসুদের হাত রয়েছে। ২০১৬ সালের পঠানকোট হামলা থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা হামলা, মাসুদই মূলচক্রী। তাঁর গতিবিধির দিকে নজর রেখেছেন ভারতীয় গোয়েন্দারা। পহেলগাঁও হামলার পর পাকিস্তানে ভারত যে সেনা অভিযান চালিয়েছিল, সেই ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম নিশানা ছিল মাসুদের ঘাঁটি, জইশের সদর দফতর জামিয়া শুভান আল্লা। ভারতের সেই হামলায় মাসুদের পরিবার এবং ঘনিষ্ঠ মিলিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement