Theft in Bihar

ভিক্ষার অছিলায় ‘রেকি’ শাশুড়ির, পরে চুরি করতেন জামাই! উদ্ধার লক্ষাধিক টাকা, বাইক, বিদেশি মুদ্রা

ঘটনাটি বিহারের মুজফ্‌ফরপুর জেলার। পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যা সাগর জানান, তাঁরা নীলম দেবী বলে এক মহিলাকে গ্রেফতার করেছেন। তবে পলাতক জামাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫
Share:

ভিক্ষার অছিলায় শাশুড়ি ‘রেকি’ করতেন, পরে সেই বাড়িতেই চুরি করতেন জামাই! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ি বাড়ি ভিক্ষা করতেন তিনি। এলাকার অনেকেরই মুখ চেনা। কিন্তু কেউ বুঝতেই পারেননি, ভিক্ষা করা আসল উদ্দেশ্য নয় তাঁর। পুলিশ যখন তাঁর বাড়ি থেকে দামি মোবাইল, বাইক, দুষ্প্রাপ্য কয়েন উদ্ধার করে, তখন চোখ কপালে ওঠে সকলের! ধৃত বৃদ্ধাকে জেরা করেই ঘটনার পর্দাফাঁস করল পুলিশ।

Advertisement

ঘটনাটি বিহারের মুজফ্‌ফরপুর জেলার। পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যা সাগর জানান, তাঁরা নীলম দেবী বলে এক মহিলাকে গ্রেফতার করেছেন। তিনি এলাকায় ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন। সম্প্রতি তিনি মশারি বিক্রির ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু ভিক্ষা করা ওই মহিলার আসল উদ্দেশ্য ছিল না। পুলিশ সুপারের কথায়, ‘‘অভিযুক্ত মহিলা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন। সেই বাড়িতে দেখে আসতেন কে কে আছেন, কী কী জিনিস আছে। পরে তাঁর জামাই রাতে সেই সব বাড়িতে চুরি করতেন!’’

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নীলম দেবীর ঝুপড়িতে হানা দেয়। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দামি বাইক, ১২টি মোবাইল, লক্ষাধিক টাকা, সোনার গয়না। এ ছাড়াও, বেশ কিছু বিদেশি মুদ্রাও। উদ্ধার হওয়া জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। নীলমকে ধরতে পারলেও পলাতক তাঁর জামাই। বিদ্যা সাগর জানিয়েছেন, অভিযুক্ত জামাইয়ের খোঁজ চলছে। এঁদের নেপথ্যে বড় কোনও চক্রের যোগ আছে বলে অনুমান। পলাতক অভিযুক্তকে ধরতে পারলেই বাকি চক্রের হদিস মিলবে বলে মনে করছেন পুলিশ সুপার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement