Monsoon Session in Parliament

মায়াবতীর ইস্তফা গৃহীত রাজ্যসভায়

রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বিএসপি নেত্রীর ইস্তফাপত্রটি গৃহীত হয়েছে বলে বৃহস্পতিবার সংসদের সচিবালয় সূত্রে জানানো হয়েছে। রাজ্যসভার সদস্য হিসেবে মায়াবতীর মেয়াদ ফুরনোর কথা ছিল আগামী এপ্রিলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৬:৫৩
Share:

মায়াবতী।- ফাইল চিত্র।

রাজ্যসভার সদস্য পদে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীর ইস্তফা গৃহীত হল। দলিত প্রসঙ্গে তাঁকে সভায় বলার সুযোগ না দেওয়ার অভিযোগে মঙ্গলবার ইস্তফা দিয়েছিলেন বিএসপি নেত্রী।

Advertisement

রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বিএসপি নেত্রীর ইস্তফাপত্রটি গৃহীত হয়েছে বলে বৃহস্পতিবার সংসদের সচিবালয় সূত্রে জানানো হয়েছে। রাজ্যসভার সদস্য হিসেবে মায়াবতীর মেয়াদ ফুরনোর কথা ছিল আগামী এপ্রিলে।

আরও পড়ুন- নিজেকে রক্ষা করার ক্ষমতা ভারতের রয়েছে: চিনের বিরুদ্ধে মুখ খুললেন সুষমা

Advertisement

মঙ্গলবার, সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে দলিত ও সংখ্যালঘুদের ওপর দেশে লাগাতার হামলা নিয়ে মায়াবতী বলতে উঠেছিলেন রাজ্যসভায়। সেই সময় ট্রেজারি বেঞ্চের সদস্যরা তাঁকে বলতে বাধা দেন। তার পরেই রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেন বিএসপি নেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement