National news

নাগরিকত্ব আইনকে সমর্থন করায় বিধায়ককে বহিষ্কার বিএসপির, কড়া টুইট মায়াবতীর

তাঁর বিরুদ্ধে অভিযোগ, দলের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:০৮
Share:

মায়াবতী। -ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করায় বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-র এক বিধায়ককে বহিষ্কার করলেন মায়াবতী। রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো।

Advertisement

মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করেছেন তিনি। রামাবাই দলের কোনও কাজে অংশ নিতেও পারবেন না। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দলের বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছেন।

রবিবার টুইট করে মায়াবতী জানিয়েছেন, ‘বিএসপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। সাংসদ বা বিধায়ক যিনি সেই শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর আরও সংযোজন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য বিএসপি বিধায়ক রামাবাই পরিহারকে বহিষ্কার করা হল। কোনও দলীয় কাজেও তিনি অংশ নিতে পারবেন না।’’

Advertisement

আরও পড়ুন: রাঁচীতে বিরোধী ঐক্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন