India on Jammu and Kashmir Terror Attack

পাক নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল বিদেশ মন্ত্রক, ভারতীয়দের পাকিস্তান ছাড়ার পরামর্শ

বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়ে জানাল, কোনওমতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:১০
Share:

পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাকিস্তানের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল, তা এ বার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সীমাও। পাশাপাশি, বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, কোনওমতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ করেছিল মোদী সরকার। এ বার প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিলেরও ঘোষণা করা হল।

Advertisement

বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। পাশাপাশি, ভারতীয়দেরও কিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় জানিয়েছে, যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।

মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পরের দিন, বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টেনেছে নয়াদিল্লি। কড়া কিছু সিদ্ধান্তও নিয়েছে। এক, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। দুই, অটারী-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তিন, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ছাড়তে হবে। চার, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একই ভাবে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে। ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। পাঁচ, ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Advertisement

এ বার বিদেশ মন্ত্রক আরও কড়া পদক্ষেপ করল। এর আগে জানিয়েছিল, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বার পাকিস্তানিদের দেওয়া সব রকম ভিসা বাতিলের ঘোষণা করল বিদেশ মন্ত্রক। সময়সীমাও বেঁধে দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement