ছাদ থেকে কুকুর ছুঁড়ে ফেলার ঘটনায় ধৃত সেই দুই ডাক্তারি ছাত্র

নৃশংসভাবে একটি বাচ্চা কুকুরকে উঁচু আবাসনের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পাক খেতে খেতে কুকুরের নীচে পড়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল। তামিলনাড়ুতে সপ্তাহ দু’য়েক আগেকার দুই ডাক্তারি ছাত্রের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার গ্রেফতার করা হয় ওই দুই ছাত্রকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৫:৩৫
Share:

ছাদ থেকে কুকুরটিকে ছুঁড়ে ফেলছেন।

নৃশংসভাবে একটি বাচ্চা কুকুরকে উঁচু আবাসনের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পাক খেতে খেতে কুকুরের নীচে পড়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল। তামিলনাড়ুতে সপ্তাহ দু’য়েক আগেকার দুই ডাক্তারি ছাত্রের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার গ্রেফতার করা হয় ওই দুই ছাত্রকে।

Advertisement

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ওই দু’জনের বাড়ি থেকে ফোন করেই তাঁদের খবর জানানো হয় পুলিশকে। তিরুনেলভেল্লির বাসিন্দা গৌতম এস চেন্নাইয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের অন্তিম বর্ষের ছাত্র। ভিডিওতে দেখা যায়, গৌতমই কুকুরটিকে ছুঁড়ে ফেলছেন। আর তাঁর বন্ধু কন্যাকুমারীর বাসিন্দা আশিস পাল পুরো ঘটনাটা ভিডিও করছিলেন। পুলিশ জানায়, কুকুরটি তাঁদের কলেজ ক্যাম্পাসেই ঘুরে বেড়াত। তাই তাঁদের কাছে সহজেই চলে গিয়েছিল সে। আর তারই সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: প্রৌঢ়ের মৃত্যুতে রহস্য, চলছে মহিলার খোঁজ

Advertisement

কুকুরটিকে ওই চত্বর থেকেই উদ্ধার করেছেন পশুপ্রেমীরা। ঝোপ-ঝাড়ের মধ্যে গুরুতর জখম অবস্থায় পড়েছিল সে। তবে পশুপ্রেমীরা তাকে কাছে টেনে নিতে আনন্দ প্রকাশে ছোট্ট লেজটিকে বারবার দোলাচ্ছিল। পশুপ্রেমী সংস্থার তরফে জানানো হয়েছে, সে আপাতত বিপন্মুক্ত। তবে এখনও পায়ে ভর দিতে পাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন